রাশিয়ার উপরে আমেরিকা ও অন্যান্য সহযোগী দেশের নিষেধাজ্ঞার কারণে গ্লোবাল মার্কেটে সোনার দাম লাগাতার বেড়েই চলেছে ৷ এর প্রভাব ভারতীয় বাজারেও দেখা যাচ্ছে ৷ এদিন এমসিএক্সে সকাল ৯:১৫ মিনিটে সোনার দাম (gold future) ১.৬৪ শতাংশ বেড়ে প্রতি ১০ গ্রামে ৫৫,১১১ টাকা হয়ে গিয়েছে ৷ দেড় বছর পর সোনার দাম আবারও ৫৫ হাজার টাকা পেরোল ৷ অন্যদিকে, রুপোর দাম ২.১৯ শতাংশ বেড়ে প্রতি কিলোগ্রামে ৭২,৯৫০ টাকা হয়ে গিয়েছে ৷
গ্লোবাল মার্কেটে শীঘ্রই সোনার দাম রেকর্ড করতে চলেছে -
বিশ্ব বাজারে খুব শীঘ্রই রেকর্ড দামের কাছাকাছি পৌঁছতে চলেছে সোনার দাম ৷ গ্লোবাল মার্কেটে হাজির সোনা (Spot gold) ০.৬ শতাংশ কমজোরি হয়ে ২০৪০.০৭ ডলার প্রতি আউন্স হয়ে গিয়েছে ৷ এর আগে ২০৬৯.৮৯ ডলার প্রতি আউন্স হয়ে গিয়েছিল দাম ৷ অগাস্ট ২০২০-তে বিশ্ব বাজারে সোনার দাম ২০৭২.৪৯ ডলার প্রতি আউন্স হয়েছিল ৷
৫৬,৫৮০ টাকা হয়ে যেতে পারে দাম-
বিশেষজ্ঞদের মতে সরাফা বাজারে সোনার দাম আগামী কয়েক দিনে ৫৬ হাজার টাকা পেরিয়ে যেতে পারে ৷ আন্তর্জাতিক বাজারে সোনার দাম ২০৩৫.৯৭ ডলারের উপর সোনা ট্রেড করলে দেশের বাজারে দাম হয়ে যেতে পারে ৫৬,৫৮০ টাকা ৷ এর আগে করোনা মহামারির প্রথম ঢেউয়ের সময় সোনার দাম ৫৫ হাজার টাকা পেরিয়ে গিয়েছিল ৷