দিনে মাত্র ২৯ টাকা দিলেই ৪ লাখ রিটার্ন! এলআইসি-র এই পলিসি না করা থাকলে এখুনি করিয়ে নিন
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
এলআইসি-র এই পলিসিটির নাম হল এলআইসি আধার শীলা পলিসি (LIC Aadhaar Shila Policy)।
#কলকাতা: বর্তমান সময়ে সকলেই নিজেদের বিনিয়োগ নিয়ে চিন্তিত। কারণ বর্তমান সময়ে সকলেই চায় এমন জায়গায় বিনিয়োগ করতে যেখানে সুরক্ষিতভাবে মোটা টাকা রিটার্ন পাওয়া সম্ভব। বর্তমানে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে মুদ্রাস্ফীতি। একই সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে মূল্যবৃদ্ধি। এর ফলে সকলেই চায় এমন কোনও সুরক্ষিত জায়গায় বিনিয়োগ করতে, যেখানে কম সময়ে মোটা টাকা রিটার্ন পাওয়া সম্ভব। ভারতে বিনিয়োগের একটি জনপ্রিয় মাধ্যম হল এলআইসি (LIC)।
এলআইসি-র বিভিন্ন ধরনের পলিসি রয়েছে। কিন্তু অনেকেই জানেন না যে, এলআইসি-র একটি জনপ্রিয় পলিসি রয়েছে যেখানে প্রতিদিন ২৯ টাকা করে বিনিয়োগ করে ৪ লাখ টাকা রিটার্ন পাওয়া সম্ভব। এলআইসি-র এই পলিসি বিশেষ করে মহিলা এবং বাচ্চাদের জন্য নিয়ে আসা হয়েছে। এলআইসি-র এই পলিসিটির নাম হল এলআইসি আধার শীলা পলিসি (LIC Aadhaar Shila Policy)।
advertisement
advertisement
এলআইসি-র এই পলিসিতে বিভিন্ন ধরনের সুরক্ষা পাওয়া যায়। পলিসি হোল্ডারদের আচমকা মৃত্যু হলে তার পরিবারের লোকেরা এই পলিসির টাকা রিটার্ন পেতে পারে। এছাড়াও পরিবারের লোকেদের কথা চিন্তা করে এলআইসি-র এই পলিসিতে বিভিন্ন ধরনের সুবিধা যুক্ত করা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক এই পলিসিতে কী কী সুবিধা পাওয়া যায়।
advertisement
এই পলিসির ন্যূনতম সুরক্ষা -
প্রত্যেকের জন্য মিনিমাম বেসিক ৭৫ হাজার টাকার পলিসি রয়েছে। এলআইসি পলিসির মাধ্যমে এক জন ৩ লাখ টাকার বেশি বিনিয়োগ করতে পারেনা। অর্থাৎ এলআইসি-র এই আধার শীলা পলিসির মাধ্যমে একজন তিন লাখ টাকার বেশি বিনিয়োগ করতে পারবে না। এই পলিসির ম্যাচিউরিটির সময়সীমা হল ১০ থেকে ২০ বছর। এই পলিসির প্রিমিয়াম দেওয়া যায় মাসিক, কোয়ার্টারলি এবং অর্ধ-বার্ষিক হিসাবে।
advertisement
এই পলিসির ম্যাচিওরিটি -
এই পলিসির মাধ্যমে প্রতিদিন ২৯ টাকা করে বিনিয়োগ করলে এক বছরে ১০,৯৫৯ টাকা বিনিয়োগ করা হয়। এইভাবে ৩০ বছর বয়স থেকে একটানা ২০ বছর ধরে বিনিয়োগ করলে এই প্ল্যানে বিনিয়োগ করা টাকার পরিমাণ হবে ২,১৪,৬৯৬ টাকা। ২০ বছরে এই পরিমাণে টাকা বিনিয়োগ করার পর ম্যাচিওরিটির সময় রিটার্ন পাওয়া যাবে ৩,৯৭,০০০ টাকা।
advertisement
এই পলিসি কারা করতে পারে -
যে সমস্ত মহিলার বয়স ৮ থেকে ৫৫ বছরের মধ্যে তাঁরা এই পলিসিতে বিনিয়োগ করতে পারেন। গ্রাহকদের সুন্দর জীবন এবং ভবিষ্যতের জন্য এলআইসি এই প্ল্যান চালু করেছে।
এই পলিসির সেটলমেন্ট এবং ম্যাচিওরিটি বেনিফিট -
এই পলিসি ৫,১০ এবং ১৫ বছরের জন্য করা যায়। এই পলিসিতে মাসিক, কোয়ার্টার, অর্ধ-বার্ষিক এবং বার্ষিক রূপে প্রিমিয়ামের টাকা জমা দেওয়া যায়। ২ বছর এই পলিসিতে টাকা জমা দেওয়ার পরেই গ্রাহকরা এটি বন্ধ করে দিতে পারে। গ্রাহকরা দু'বছর পর পলিসি সারেন্ডার করে দিলে, তাদের নির্দিষ্ট পরিমাণে টাকা ফেরত দেওয়া হয়।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 24, 2022 5:15 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
দিনে মাত্র ২৯ টাকা দিলেই ৪ লাখ রিটার্ন! এলআইসি-র এই পলিসি না করা থাকলে এখুনি করিয়ে নিন