Gold Price Today: সোনা ও রুপোর দামে ভারী পতন, দেখে নিন আপনার শহরে ১০ গ্রামের দাম

Last Updated:

মিসড কল দিয়ে জানতে পারবেন সোনার দাম-

#নয়াদিল্লি: বুধবার নিয়ে লাগাতার দ্বিতীয় দিন সোনা ও রুপোর দামে বড় পতন দেখা গিয়েছে ৷ এদিন সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫২ হাজার টাকার নীচে চলে এসেছে ৷ সোনার দাম ৭৪ টাকা কমে প্রতি ১০ গ্রামে ৫১৩৪৩ টাকা ৷
এমসিএক্সে সোনা প্রতি আউন্সে ১৭৪৭ ডলারে ট্রেড করছে ৷ মার্কিন বাজারে মঙ্গলবার সোনার দাম প্রতি আউন্সে ১৭৩৬.৫৫ ডলার হয়েছে যা আগের দিনের থেকে ০.০৯ শতাংশ বেশি ছিল ৷
advertisement
সরাফা বাজারে সোনার দাম-
মঙ্গলবার সরাফা বাজারে ঊর্ধ্বমুখী ছিল সোনা ও রুপোর দাম ৷ রাজধানীতে প্রতি ১০ গ্রামে সোনার দাম ১৫৭ টাকা বেড়ে ৫১,৭০৭ টাকা হয়েছিল ৷ আগে বাজার বন্ধের সময় সোনার দাম ছিল ৫১৫৫০ টাকা ৷ রুপোর দাম এদিন ৩৬৪ টাকা বেড়ে প্রতি কিলোগ্রামে ৫৫,৬৬২ টাকা হয়ে গিয়েছিল ৷ এইচডিএফসি সিকিউরিটির সিনিয়র অ্যানালিস্ট তপন পটেল জানিয়েছেন ডলারের দাম পড়ে যাওয়ায় সোনার দামে পতন দেখা গিয়েছে ৷
advertisement
সোনার শুদ্ধতা কীভাবে চেক করবেন ?
সোনার শুদ্ধতা চেক করতে চাইলে এর জন্যে সরকার একটি অ্যাপ তৈরি করেছে ৷ নাম ‘BIS Care app’ ৷ এই অ্যাপের মাধ্যমে সোনার শুদ্ধতা সহজেই যাচাই করা যেতে পারে ৷ কেবল শুদ্ধতা যাচাই নয়, এর মাধ্যমে সোনা সংক্রান্ত অভিযোগও জানানো যেতে পারে ৷ এই অ্যাপে জিনিসের লাইসেন্স, রেজিস্ট্রেশন ও হলমার্ক ভুল থাকলে গ্রাহকরা অভিযোগ জানাতে পারবেন ৷
advertisement
মিসড কল দিয়ে জানতে পারবেন সোনার দাম-
সোনার দাম আপনি সহজেই বাড়িতে বসে জানতে পারবেন ৷ এর জন্য কেবল 8955664433 নম্বরে মিসড দিতে হবে ৷ মিসড কল দিতেই আপনার নম্বরে মেসেজ চলে আসবে যেখানে লেটেস্ট রেট জানতে পারবেন আপনি ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gold Price Today: সোনা ও রুপোর দামে ভারী পতন, দেখে নিন আপনার শহরে ১০ গ্রামের দাম
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement