Aadhaar Updates: বড়সড় সিদ্ধান্ত UIDAI-এর! আপডেট করাতে, নতুন আধার করাতে আর হয়রানি নয়

Last Updated:

Aadhaar Updates: শুধু তা-ই নয়, প্রতিটি রাজ্যের রাজধানী, মেট্রো শহর এবং কেন্দ্রশাসিত অঞ্চলেই এই আধার সেবা কেন্দ্র খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Aadhaar Updates
Aadhaar Updates
#নয়াদিল্লি: বর্তমানে আধার কার্ড একটি খুবই গুরুত্বপূর্ণ একটা নথি। আর সহজ ভাবে বলতে গেলে সব কিছুর জন্য আজকাল আধার কার্ড থাকা বাধ্যতামূলক। কারণ আর্থিক এবং আর্থিক নয় এমন যে কোনও জরুরি কাজের জন্য সবার প্রথমেই আধার কার্ডের নম্বরের প্রয়োজন হয়। এর ফলে আধার কার্ডের চাহিদা ক্রমশ বেড়েই চলেছে। এই বিষয়টি মাথায় রেখে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) ভারত জুড়ে ১১৪টি নতুন আধার সেবা কেন্দ্র খোলার সিদ্ধান্ত নিয়েছে।
প্রতিটি ভারতবাসী যাতে খুব সহজেই আধার সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করতে পারেন এবং নিজেদের আধার কার্ড পেতে পারেন, তার জন্যই উদ্যোগ নেওয়া হচ্ছে। আর এই ১১৪টি নতুন আধার সেবা কেন্দ্রের মধ্যে ৫৩টি কেন্দ্র খোলা হবে বড় শহরে। শুধু তা-ই নয়, প্রতিটি রাজ্যের রাজধানী, মেট্রো শহর এবং কেন্দ্রশাসিত অঞ্চলেই এই আধার সেবা কেন্দ্র খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
advertisement
ভারতের প্রত্যেকটি মানুষ এই সকল আধার সেবা কেন্দ্রে গিয়ে নিজেদের আধার সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান করতে পারবেন। বর্তমানে দেশে ৮৮টি এমন আধার সেবা কেন্দ্র রয়েছে। এই সকল আধার কেন্দ্র সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে। এমনকী আধার কার্ডের গুরুত্ব বিবেচনা করে রবিবারও বন্ধ রাখা হয় না। আর এই ধরনের আধার সেবা কেন্দ্র খোলার সময় হল সকাল ৯টা ৩০ মিনিট এবং তা খোলা থাকে বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত।
advertisement
এখানেই শেষ নয়, আধার সেবা কেন্দ্রগুলিতে বিশেষভাবে সক্ষম এবং প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সুবিধার বন্দোবস্ত রয়েছে। আধার সেবা কেন্দ্র ছাড়াও গোটা দেশে প্রায় ৩৫০০০ আধার কেন্দ্র রয়েছে। আর এগুলি চালনা করে ব্যাঙ্ক, ডাকঘর বা পোস্ট অফিস, বিএসএনএল অফিস অথবা রাজ্য সরকার।
advertisement
আধার সেবা কেন্দ্রের সুবিধা:
এই ধরনের আধার সেবা কেন্দ্রে নতুন আধার কার্ডের জন্য তো আবেদন করাই যাবে। এ-ছাড়াও পুরনো আধার কার্ডের নাম, ঠিকানা, লিঙ্গ, জন্মের তারিখ, মোবাইল নম্বর, ই-মেল আইডি ইত্যাদিও পরিবর্তন করা যাবে। আর এই সকল কেন্দ্রে আধার কার্ডের ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট-সহ বায়োমেট্রিক ভেরিফিকেশন সংক্রান্ত সমস্ত কাজ হবে।
advertisement
আপডেট করানোর জন্য দিতে হবে ফি:
আধার সেবা কেন্দ্রে আধার কার্ড সংক্রান্ত বায়োমেট্রিক-সহ অন্যান্য যে কোনও কিছু পরিবর্তনের জন্য ফি দিতে হয়। কিন্তু ধার্য করা পরিমাণের তুলনায় বেশি টাকা চাওয়া হলে অভিযোগ জানানো যাবে UAIDAI এর ওয়েবসাইটে গিয়ে। ১৯৪৭ নম্বরে কল করেও নিজেদের অভিযোগ জানাতে পারবেন গ্রাহকরা।
শিশুদের জন্য বায়োমেট্রিক আপডেট বিনামূল্যে:
advertisement
এই সকল আধার সেবা কেন্দ্রে পাঁচ বছরের থেকে কম বয়সী শিশুদেরও আধার কার্ড বানানো হয়। আর শিশুর পাঁচ বছর পূর্ণ হলে তার বায়োমেট্রিক আপডেট করাতে হয়। এর পর আবার সেই শিশুর ১৫ বছর পূর্ণ হলে বায়োমেট্রিক আপডেট করাতে হয়। আর দুবার এই বায়োমেট্রিক আপডেট করার জন্য কোনও ধরনের ফি দিতে হয় না। এ-ছাড়াও আধার সেবাকেন্দ্রে যে কোনও আধার এনরোলমেন্টের জন্য কোনও রকম চার্জ দিতে হয় না।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Aadhaar Updates: বড়সড় সিদ্ধান্ত UIDAI-এর! আপডেট করাতে, নতুন আধার করাতে আর হয়রানি নয়
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement