#নয়াদিল্লি: গ্যাসের দোকানে গিয়ে লাইন দিয়ে গ্যাস বুকিং করার দিন শেষ ৷ বর্তমানে রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং করার একাধিক উপায় রয়েছে ৷ ফোন করে বুকিংয়ের পাশাপাশি অনলাইনেও বুকিং করা যেতে পারে গ্যাস ৷ পেটিএম-এর মাধ্যমেও রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং করতে পারবেন ৷ তবে গুরুত্বপূর্ণ বিষয় হল পেটিএম-এর মাধ্যমে বুকিং করলে ১০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুবিধা দিচ্ছে সংস্থা ৷
পেটিএম-এর বর্তমানে গ্যাস সিলিন্ডার বুকিংয়ে ৪টি ক্যাশব্যাকের অফার পাওয়া যাচ্ছে ৷ অফারে ৫ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া হচ্ছে ৷ ক্যাশব্যাক অফারের প্রোমোকোড GAS1000 ৷ এই প্রোমোকোড ব্যবহার করে গ্রাহকরা ৫ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন ৷ একই ভাবে প্রোমোকোড FREEGAS অফারে ১০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক গ্যাস সিলিন্ডার বুকিং করে থাকা প্রত্যেক ৫০০ জন গ্রাহককে দেওয়া হবে ৷ এইউ ক্রেডিট কার্ড থেকে সিলিন্ডারের পেমেন্ট করলে পেটিএম ৫০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে ৷ এই অফারের প্রোমোকোড AUCC50 ৷ ইয়েস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থেকে পেটিএমে গ্যাস সিলিন্ডার বুকিংয়ের পেমেন্ট করলে ৩০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে ৷ এর জন্য বুকিং করার সময় GASYESCC প্রোমোকোড দিতে হবে ৷
পেটিএম থেকে এই ভাবে বুকিং করুন সিলিন্ডার-
>> সবার প্রথমে পেটিএম অ্যাপ খুলতে হবে
>> এরপর নীচের দিকে স্ক্রোল করে Book gas Cylinder অপশনে ক্লিক করতে হবে
>> এরপর নিজের গ্যাস প্রোভাইডার যেমন Bharatgas, HP Gas, Indane -র মধ্যে একটি সিলেক্ট করতে হবে
আরও পড়ুন: নতুন বছরের আগে SBI-এর কোটি কোটি গ্রাহকদের জন্য বড় উপহার, FD-তে বাড়ল সুদের হার>> নিজের এলপিজি আইডি বা রেজিস্টার্ড মোবাইল নম্বর দিতে হবে
>> এবার Proceed বটনে ক্লিক করতে হবে
>> এবার যে পেজ খুলবে তার নীচের দিকে Apply Promocode-এ ক্লিক করতে হবে
>> চারটি অফারের মধ্যে যেটা আপনি নিতে চাইছেন তার প্রোমোকোড দিতে হবে
>> প্রোমোকোড দেওয়ার পরও পেমেন্ট করতে হবে ৷ পেমেন্ট করার পর আপনারা ক্যাশব্যাক পেয়ে যাবেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cashback Offers, LPG Gas Booking, Paytm