Gold Silver Price : ফের ঊর্ধ্বমুখী সোনালি ধাতু, সোনার দাম পেরলো ৫৪ হাজার টাকা, রুপোর দাম ৬৮ হাজার

Last Updated:
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে এদিন রুপোর দামও ঊর্ধ্বমুখী ৷ সোমবারের থেকে রুপোর দাম ৩৬৬ টাকা বেড়ে প্রতি কিলোগ্রামে ৬৮,১৫২ টাকা হয়েছে ৷
1/4
দেশের বাজারে মঙ্গলবার ১৩ ডিসেম্বর ফের ঊর্ধ্বমুখী সোনা ও রুপোর দাম (Gold Silver Price)৷ তবে অন্যদিকে আন্তর্জাতিক বাজারে দাম কমেছে সোনার ৷ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম বাজার খোলার সময় ০.১০ শতাংশ বেড়ে ট্রেড করছিল ৷ রুপোর দাম সোমবারের থেকে ০.৫৪ শতাংশ বেড়ে ট্রেড করছে ৷
দেশের বাজারে মঙ্গলবার ১৩ ডিসেম্বর ফের ঊর্ধ্বমুখী সোনা ও রুপোর দাম (Gold Silver Price)৷ তবে অন্যদিকে আন্তর্জাতিক বাজারে দাম কমেছে সোনার ৷ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম বাজার খোলার সময় ০.১০ শতাংশ বেড়ে ট্রেড করছিল ৷ রুপোর দাম সোমবারের থেকে ০.৫৪ শতাংশ বেড়ে ট্রেড করছে ৷
advertisement
2/4
মঙ্গলবার ২৪ ক্যারেট শুদ্ধতার সোনার দাম  (Gold Rate Today) সকাল ৯:১০ মিনিটে সোমবারের থেকে ৫৮ টাকা বেড়ে প্রতি ১০ গ্রামে ৫৪,১৯০ টাকায় ট্রেড করছিল ৷ এদিন বাজার খোলার সময় সোনার দাম ছিল ৫৪,১৩২ টাকা ৷ দাম বাড়তে বাড়তে ৫৪,১৯৭ টাকা পর্যন্ত চলে গিয়েছিল, পরে তাকমে ৫৪,১৯০ টাকা হয়ে যায় ৷
মঙ্গলবার ২৪ ক্যারেট শুদ্ধতার সোনার দাম (Gold Rate Today) সকাল ৯:১০ মিনিটে সোমবারের থেকে ৫৮ টাকা বেড়ে প্রতি ১০ গ্রামে ৫৪,১৯০ টাকায় ট্রেড করছিল ৷ এদিন বাজার খোলার সময় সোনার দাম ছিল ৫৪,১৩২ টাকা ৷ দাম বাড়তে বাড়তে ৫৪,১৯৭ টাকা পর্যন্ত চলে গিয়েছিল, পরে তাকমে ৫৪,১৯০ টাকা হয়ে যায় ৷
advertisement
3/4
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে এদিন রুপোর দামও ঊর্ধ্বমুখী ৷ সোমবারের থেকে রুপোর দাম ৩৬৬ টাকা বেড়ে প্রতি কিলোগ্রামে ৬৮,১৫২ টাকা হয়েছে ৷ এদিন বাজার খোলার সময় রুপোর দাম ছিল ৬৮,০৮৫ টাকা ৷
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে এদিন রুপোর দামও ঊর্ধ্বমুখী ৷ সোমবারের থেকে রুপোর দাম ৩৬৬ টাকা বেড়ে প্রতি কিলোগ্রামে ৬৮,১৫২ টাকা হয়েছে ৷ এদিন বাজার খোলার সময় রুপোর দাম ছিল ৬৮,০৮৫ টাকা ৷
advertisement
4/4
বিশ্বে বাজারে সোনার দামে পতন-   আন্তর্জাতিক বাজারে সোনা দামে পতন দেখা গিয়েছে ৷ তবে ঊর্ধ্বমুখী রুপোর দাম ৷ সোনার দাম ০.৬১ শতাংশ কমে প্রতি আউন্সে ১৭৮৪.০৫ ডলার প্রতি আউন্স হয়েছে ৷ রুপোর দাম ০.১৯ শতাংশ কমে প্রতি আউন্সে ২৩.৩৯ ডলার হয়েছে ৷ গত এক মাসে সোনার দাম ১.৫৬ শতাংশ বেড়ে গিয়েছে ৷ একই ভাবে রুপোর দাম গত ৩০ গিনে ৭.০৬ শতাংশ বেড়ে গিয়েছে ৷
বিশ্বে বাজারে সোনার দামে পতন- আন্তর্জাতিক বাজারে সোনা দামে পতন দেখা গিয়েছে ৷ তবে ঊর্ধ্বমুখী রুপোর দাম ৷ সোনার দাম ০.৬১ শতাংশ কমে প্রতি আউন্সে ১৭৮৪.০৫ ডলার প্রতি আউন্স হয়েছে ৷ রুপোর দাম ০.১৯ শতাংশ কমে প্রতি আউন্সে ২৩.৩৯ ডলার হয়েছে ৷ গত এক মাসে সোনার দাম ১.৫৬ শতাংশ বেড়ে গিয়েছে ৷ একই ভাবে রুপোর দাম গত ৩০ গিনে ৭.০৬ শতাংশ বেড়ে গিয়েছে ৷
advertisement
advertisement
advertisement