EPFO-র বড় খবর! কেন্দ্রের পক্ষ থেকে পেনশনভোগীদের বড়সড় উপহার

Last Updated:

EPFO: ইপিএফওর অত্যন্ত বড় সিদ্ধান্ত, ইপিএফওর এই সিদ্ধান্ত পেনশনভোগীদের জন্য পরিস্থিতি অত্যন্ত সহজ সরল করে দেয়

প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
#নয়াদিল্লি: কেন্দ্রীয় শ্রম ও রোজগার মন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন বিভিন্ন সংস্থায় কর্মরত কর্মী ও মালিকপক্ষের মধ্যে একটি সমন্বয় সাধন করার জন্য লিটিগেশন পলিসি নিয়ে আসবে ৷ দু'পক্ষের মধ্যে সমস্যা যাতে না হয় অধিকার সুরক্ষিত রাখতে হবে ৷ পেনশনভোগীদের জন্যও সরকারের পদক্ষেপ তুলতে পারে ৷ ইপিএফও-র বোর্ড ডিজিট্যাল লাইফ সার্টিফিকেটের জন্য Face Authentication Technology-এই প্রযুক্তি ব্যবহারের অনুমতি দিয়েছে ৷
ইপিএফওর পক্ষ থেকে শনিবার ৭৩ লক্ষেরও বেশি পেনশন ধারকের চেহারা প্রমাণপত্র বা Face Authentication Technology-র মাধ্যমে ডিজিট্যাল জীবন প্রমাণপত্র জমা করার অনুমতি দিয়েছে ৷ ফলে এই সুবিধার শুভ সূচনাও করা হয়েছে ৷ Face Authentication Technology পদ্ধতি পেনশনভোগীদেরকে বিশেষ ভাবে সহায়তা করবে ৷ যাঁরা জীবন প্রমাণপত্র জমা দিতে চান তাঁরা বৃদ্ধাবস্থার কারণে বায়োমেট্রিক (ফিঙ্গার প্রিন্ট বা আইরিস) মাধ্যমে ভেরিফিকেশনেক সমস্যায় পড়েন তাঁদের জন্যই শ্রমমন্ত্রকের অত্যন্ত বড় উদ্যোগ ৷
advertisement
সেই সমস্ত মানুষের জন্যই Face Authentication Technology পদ্ধতির অনুমোদন দেওয়া হয়েছে ৷ সর্বপ্রথমে সিবিটির ২৩১তম বৈঠকে পেনশনভোগীদের জন্য ইপিএফের পরিষেবায় বেশ কিছু পরিবর্তন বা বদল নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে ৷ এবার Central Pension Payment System for Pensioners এবার থেকে পেনশন গণনার ক্ষেত্রে ডিজিট্যাল গণনায় মঞ্জুরি দিয়েছে ইপিএফও ৷
advertisement
advertisement
আরও পড়ুন:  National Pension Scheme: স্ত্রীর নামে আজই খুলুন বিশেষ অ্যাকাউন্ট, প্রতি মাসে পেয়ে যাবেন ৪৪,৭৯৩ টাকা
কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন লিঙ্কড বিমা যোজনার ক্যালকুলেটর লঞ্চ করা হয়েছে ৷ যাতে পেনশনভোগী ও তাঁদের পরিবারের সদস্যদের পেনশন ও মৃত্যুর বিমা লাভের ক্ষেত্রে অনলাইন গণনায় বিশেষ সুবিদা প্রদান করা হয়ে থাকে ৷ যিনি দাবিদার তাঁর অ্যাকাউন্টে পেনশনের টাকা জমা পড়বে ৷ অত্যন্ত সহজসাধ্য বিষয় এটি ৷ একই সঙ্গে ESIC-কে আয়ুষ্মান ভারতের সঙ্গে জুড়তে হবে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
EPFO-র বড় খবর! কেন্দ্রের পক্ষ থেকে পেনশনভোগীদের বড়সড় উপহার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement