PM Kisan Samman Nidhi Yojana: বড় খবর! পিএম কিষাণের লভ্যার্থীদের অ্যাকাউন্টে আসছে ১২তম ২ হাজার টাকা

Last Updated:

PM Kisan Samman Nidhi Yojana: কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পিএম কিষাণের লভ্যার্থীদের অ্যাকাউন্টে টাকা জমা পড়বে

প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
#নয়াদিল্লি: কেন্দ্রের পক্ষ থেকে কৃষকদের আর্থিক ভাবে সাহায্য করতে কেন্দ্রের একটি বড় প্রকল্প পিএম কিষাণ সম্মান নিধি যোজনা (PM Kisan Samman Nidhi Yojana), এর মাধ্যমে প্রতি বছরই কৃষকদের ৬ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে ২ হাজার টাকা করে প্রতি চার মাসে একবার করে তিনটি কিস্তিতে দেওয়া হয়ে থাকে ৷
এখনও পর্যন্তএই যোজনার একাদশতম কিস্তির টাকা কৃষকদের দেওয়া হয়েছে দ্বাদশতম কিস্তির টাকার অপেক্ষায় লভ্যার্থীরা ৷ ৩১ মে ২০২২, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১০ কোটিরও বেশি কৃষকদের অ্যাকাউন্টে ২,০০০ টাকা ট্রান্সফার করে দিয়েছে ৷ এরই মধ্যে আশা করা হচ্ছে ২,০০০ টাকা ১ সেপ্টেম্বররে পরে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি জমা পড়বে ৷ প্রথম কিস্তি এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে পেয়ে থাকেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৷
advertisement
আরও পড়ুন: National Pension Scheme: স্ত্রীর নামে আজই খুলুন বিশেষ অ্যাকাউন্ট, প্রতি মাসে পেয়ে যাবেন ৪৪,৭৯৩ টাকা
দ্বিতীয় কিস্তি অগাস্ট থেকে নভেম্বরের মধ্যে পেয়ে থাকেন লভ্যার্থীরা ৷ ১ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর ২০২২-এর মধ্যে পেয়ে থাকেন টাকা ৷ কেন্দ্রের পক্ষ থেকে ই কেওয়াসি জমা দেওয়ার সময় শেষ দিন ধার্য করা হয়েছে ৩১ জুলাই ২০২২ ৷ তবে এটাও মনে করা হচ্ছে যে এবার e-KYC জমা দেওয়ার দিন বর্ধিত করা হবেনা ৷ e-KYC জমা দিতে সর্বপ্রথম pmkisan.gov.in ওয়েবসাইটে যেতে হবে ৷ সেখানে গিয়ে e-KYC ট্যাবে ক্লিক করতে হবে, যে পেজটি সামনে আসবে তাতে আধার নম্বর দিতে হবে ৷
advertisement
advertisement
আরও পড়ুন: Panchang: পঞ্জিকা ৩০ জুলাই: আজ কোন সময় কাজ শুরু করা আপনার জন্য শুভ হবে জেনে নিন
এরপরেই রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি যাবে, তাতে ক্লিক করতে হবে ৷ ওটিপি জমা দেওয়ার পরে ক্লিক করতে হবে সাবমিট বটনে ৷ আধার রেজিস্টার্ড মোবাইল নম্বর দিলেই e-KYC-এর পদ্ধতি সম্পূর্ণ হবে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan Samman Nidhi Yojana: বড় খবর! পিএম কিষাণের লভ্যার্থীদের অ্যাকাউন্টে আসছে ১২তম ২ হাজার টাকা
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement