National Pension Scheme: স্ত্রীর নামে আজই খুলুন বিশেষ অ্যাকাউন্ট, প্রতি মাসে পেয়ে যাবেন ৪৪,৭৯৩ টাকা

Last Updated:

National Pension Scheme: এই স্কিমের মাধ্যমে পেনশনের সঙ্গে সঙ্গে এককালীন টাকাও পাওয়া যাবে

প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
#নয়াদিল্লি: যদি চান স্ত্রী স্বনির্ভরশীল হোক অনুপস্থিতিতেও বাড়িতে একটি নিয়মিত আয় পৌঁছে যায় ভবিষ্যতে স্ত্রী টাকা পয়সার জন্য কারও উপরে নির্ভর না করে থাকে নিয়মিত আয়ের একটি ব্যবস্থা করা হয় সেক্ষেত্রে National Pension Scheme-এ বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ স্ত্রীর নামে নতুন পেনশন অ্যাকাউন্ট খুলতে পারেন ৷
এনপিএস অ্যাকাউন্টে বিনিয়োগ করলে স্ত্রীর ৬০ বছর বয়স হলে এককালীন টাকা দেবে ৷ প্রতি মাসে পেনশন রূপে নিয়মিত আয়ের রাস্তা খুলতে পারে ৷ এছাড়াও এনপিএস অ্যাকাউন্ট থেকে স্ত্রী বছরে কত টাকা পাবেন তাও ধার্য করা সম্ভব হবে ৷ এই স্কিমের বিষয়ে বিস্তারিত ভাবে জানা যাক ৷ যদি স্ত্রীর নামে বছরে ১,০০০ টাকা বিনিয়োগ করা যায় ৬০ বছর পরে এনপিএস অ্যাকাউন্ট ম্যাচিওর হয়, তবে নতুন নিয়ম অনুযায়ী ৬৫ বছর বয়স পর্যন্তও অ্যাকাউন্ট চালাতে পারে ৷
advertisement
উদাহরণ সরূপ বলা যায় স্ত্রীর বয়স যদি ৩০ বছর হয় এবং এনপিএস অ্যাকাউন্টে ৫,০০০ টাকা করে বিনিয়োগ করা হয় ৷ সেই বিনিোগ যদি বছরে ১০ শতাংশ রিটার্ন পাওয়া যায় ৬০ বছরে অ্যাকাউন্টে ১.১২ কোটি টাকা পাবেন ৷ এর মধ্যে প্রায় ৪৫ লক্ষ টাকা পেনশন হিসাবে পাবেন আর ৪৫ লক্ষ টাকা এককালীন পাবেন ৷
advertisement
advertisement
আরও পড়ুন:  ITR File: আইটিআর জমার শেষ তারিখ তো এসেই গেল, কীভাবে একটি সেকশনেই পেতে পারেন কর বাঁচানোর ১০ উপায়?
সব থেকে বড় বিষয় এই পেনশন আজীবন পাওয়া যাবে ৷ হিসাব নিকাশটি দেখে নেওয়া যাক একনজরে বয়স ৩০ বছর ৷ বিনিয়োগের মূল অবধি ৩০ বছর, মাসিক কন্ট্রিবিউশন ৫,০০০ টাকা ৷ বিনিয়োগের আনুমানিক রিটার্ন ১০ শতাংশ, মোট পেনশন ফান্ড ১,১১,৯৮,৪৭১ টাকা (ম্যাচিওর হলে রিটার্ন পাওয়া যাবে) ৷ অ্যানিউনিটি ফান্ড কেনার জন্য ৪৪,৭৯,৩৮৮ টাকা ৷ আনুমানিক অ্যানিউনিটি ৮ শতাংশ ৬৭,১৯,০৮৩ টাকা ৷
advertisement
আরও পড়ুন:  West Bengal Lottery Result 2022: একসঙ্গে যদি পাওয়া যায় অনেক টাকা? ডিয়ার বঙ্গশ্রী দামোদর লটারিতে রয়েছে সেই সুযোগ
মাসিক পেনশন ৪৪,৭৯৩ টাকা ৷ আসলে এনপিএস কেন্দ্রীয় সরকারের সোশ্যাল সিকিওরিটি স্কিম বা সামাজিক সুরক্ষা প্রকল্প ৷ এই স্কিমে যে টাকা বিনিয়োগ করা হবে পুরো বিষয় প্রফেশন্যাল ফান্ড ম্যানেজার করে থাকে ৷ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই ফান্ড ম্যানেজারকে দায়িত্ব দেওয়া হয়ে থাকে ৷ এনপিএস সমস্ত বিনিয়োগকে সুরক্ষিত রাখে ৷ সাধারণ যে টাকা পয়সা বিনিয়োগ করা হয়ে থাকে ৷
advertisement
আরও পড়ুন:  Fixed Deposit: ফিক্সড ডিপোজিটের উপরে সর্বাধিক সুদ; আজই যোগাযোগ করতে পারেন এই ব্যাঙ্কের সঙ্গে
সেই টাকা রিটার্নের কোনও গ্যারান্টি থাকেনা ৷ অর্থনৈতিক পরিকল্পকের মতে এনপিএসের শুরুয়াতের ১০ থেকে ১১ শতাংশ পর্যন্ত রিটার্ন পাওয়া যায় ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
National Pension Scheme: স্ত্রীর নামে আজই খুলুন বিশেষ অ্যাকাউন্ট, প্রতি মাসে পেয়ে যাবেন ৪৪,৭৯৩ টাকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement