#নয়াদিল্লি: ড্রাইভিং লাইসেন্স (Driving License) তৈরির বিষয়ে বড় ঘোষণা কেন্দ্র সরকারের ৷ এবার গাড়ি সংস্থাগুলি (Car Manufacturers), অটোমোবাইল অ্যাসোসিয়েশন (Automobile Associations) ও এনজিও-কে (NGO) ড্রাইভিং সেন্টার খোলার অনুমতি দেওয়া হয়েছে ৷ এই সংস্থাগুলি এবার থেকে তাদের সেন্টার থেকে ট্রেনিং পাস করা ব্যক্তিদের ড্রাইভিং লাইসেন্স জারি করতে পারবেন ৷ লার্নিং লাইসেন্সের জন্য আর পরিবহন বিভাগের চক্কর কাটতে হবে না ৷ তবে গাড়ির রেজিস্ট্রেশনের জন্য (RC) আরটিও যেতে হবে ৷ কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক (MoRTH) এই সংক্রান্ত নোটিস জারি করেছে ৷ আরটিও আগের মতোই ড্রাইভিং লাইসেন্স জারি করতে থাকবে ৷
DL নিয়ে কেন্দ্র সরকারের বড় ঘোষণা
সড়ক পরিবহন মন্ত্রকের তরফে, এবার গাড়ি সংস্থাগুলি অটোমোবাইল অ্যাসোসিয়েশন এবং এনজিও-কে ড্রাইভিং লাইসেন্সের ট্রেনিং দেওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে ৷ ড্রাইভিংস টেস্ট পাস করা ব্যক্তিদের এই সংস্থাগুলি ড্রাইভিং লাইলেন্স জারি করতে পারবে ৷
ড্রাইভিং লাইসেন্স নিয়ে সময় সময়ে নির্দেশ জারি করা হয়ে থাকে
ড্রাইভিং লাইসেন্স (Driving License) এবং তার সঙ্গে যুক্ত একাধিক পরিষেবা নিয়ে কেন্দ্র সরকার সময় সময়ে নতুন নির্দেশ জারি করে থাকে ৷ বিশেষ করে সম্প্রতি উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরাখণ্ড, দিল্লি-এনসিআর ও ঝাড়খণ্ডের মতো রাজ্য ও অন্যান্য কেন্দ্রশাসিত অঞ্চলে লার্নিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশনের জন্য নয়া নিয়ম লাগু করা হয়েছে ৷ আবার বেশ কিছু রাজ্যে কেবল অনলাইনে আবেদন গ্রহণ করা হয় ৷
করোনার জেরে দেশের প্রায় সমস্ত রাজ্যে পরিবহন বিভাগ লার্নিং লাইসেন্সের জন্য ফি জমার বিষয়ে বেশ কিছু বদল করেছে ৷ এখন নতুন ব্যবস্থা অনুযায়ী, স্লট বুকিং হওয়ার পর লার্নিং লাইসেন্সের জন্য টাকা জমা করতে হয় ৷ টাকা জমা হওয়ার পর আপনার সুবিধার মতো পরীক্ষার তারিখ সিলেক্ট করার অপশন থাকবে আপনার কাছে ৷ পরিবহন বিভাগের ওয়েবসাইটে গিয়ে ড্রাইভিং লাইসেন্স (Driving License) সংক্রান্ত একাধিক বিষয়ে বিস্তারিত জানতে পারবেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Driving license