Pashu kisan credit card scheme: কৃষকদের জন্য সুখবর! এবার বিনা গ্যারেন্টিতে পেয়ে যাবেন ১.৩০ লক্ষ টাকার সুবিধা

Last Updated:

(Pashu kisan credit card scheme) দেখে নিন কীভাবে করবেন আবেদন ?

#নয়াদিল্লি: কৃষকদের আয় দ্বিগুণ করার উদ্দেশ্যে পশু কিষান ক্রেডিট কার্ড (Pashu kisan credit card scheme) চালু করা হয়েছিল ৷ পশু কিষান ক্রেডিট কার্ডের শর্তগুলি অনেকটাই মোদি সরকারের কিষান ক্রেডিট কার্ডের মতোই ৷ এই কার্ডে অধিকতম ৩ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে গুরু, মহিষ, ভেঁড়া, ছাগল ও মুর্গি প্রতিপালনের জন্য ৷ এর মধ্যে ১.৬০ লক্ষ টাকা নেওয়ার জন্য লাগবে না কোনও গ্যারেন্টি ৷ কিষান ক্রেডিট কার্ডের (KCC) মতো এই কার্ডে নেওয়া লোনেও মাত্র ৪ শতাংশ সুদ দিতে হবে ৷ হরিয়ানার কৃষি মন্ত্রী জেপি দলাল জানিয়েছেন, প্রায় ৫৬০০০ পশুপালকের এই কার্ডের সুবিধা দেওয়া হয়েছে ৷
গরু, মহিষের জন্য কত টাকা মিলবে ?
advertisement
  • গরুদের জন্য ৪০,৭৮৩ টাকা
  • মহিষের জন্য ৬০,২৪৯ টাকা মিলবে
  • ভেড়ার জন্য মিলবে ৪০৬৩ টাকা
  • মুরগির ৭২০ টাকার ঋণ দেওয়া হবে
এই কার্ডের (Pashu kisan credit card scheme) জন্য কী কী ডকুমেন্ট লাগবে ?
advertisement
  • হরিয়ানার বাসিন্দা হতে হবে
  • আবেদনকারীর আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড লাগবে
  • মোবাইল নম্বর
  • পাসপোর্ট সাইজ ছবি
কত হবে সুদ
  • ব্যাঙ্কের তরফে সাধারণত ৭ শতাংশ সুদে লোন দেওয়া হয়ে থাকে
  • পশু কিষান ক্রেডিট অনুযায়ী পশুপালকদের কেবল ৪ শতাংশ সুদ দিতে হয়
  • সুদের হারে ৩ শতাংশ ছাড় কেন্দ্র সরকারের তরফে দেওয়া হয়
  • অধিকতম ৩ লক্ষ টাকার ঋণ দেওয়া হবে
advertisement
কীভাবে করবেন আবেদন ?
  • হরিয়ানা রাজ্যে বাসিন্দারা এই যোজনায় Pashu kisan credit card scheme বানাতে ইচ্ছুক হলে নিকটবর্তী ব্যাঙ্কে গিয়ে আবেদন করতে হবে
  • সমস্ত ডকুমেন্ট নিয়ে ব্যাঙ্কে যেতে হবে ৷ এর পর অ্যাপ্লিকেশন ফর্ম ফিলআপ করতে হবে
  • ফর্ম ফিলআপ করে কেওয়াইসি জমা দিতে হবে ৷ কেওয়াইসি-র জন্য আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড ও পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে
advertisement
সমস্ত ডকুমেন্ট যাচাই করার পর ব্যাঙ্কের তরফে ১ মাস পর এই কার্ড জারি করে দেওয়া হবে
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Pashu kisan credit card scheme: কৃষকদের জন্য সুখবর! এবার বিনা গ্যারেন্টিতে পেয়ে যাবেন ১.৩০ লক্ষ টাকার সুবিধা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement