#নয়াদিল্লি:কৃষকদের আয় দ্বিগুণ করার উদ্দেশ্যে পশু কিষান ক্রেডিট কার্ড (Pashu kisan credit card scheme) চালু করা হয়েছিল ৷ পশু কিষান ক্রেডিট কার্ডের শর্তগুলি অনেকটাই মোদি সরকারের কিষান ক্রেডিট কার্ডের মতোই ৷ এই কার্ডে অধিকতম ৩ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে গুরু, মহিষ, ভেঁড়া, ছাগল ও মুর্গি প্রতিপালনের জন্য ৷ এর মধ্যে ১.৬০ লক্ষ টাকা নেওয়ার জন্য লাগবে না কোনও গ্যারেন্টি ৷ কিষান ক্রেডিট কার্ডের (KCC) মতো এই কার্ডে নেওয়া লোনেও মাত্র ৪ শতাংশ সুদ দিতে হবে ৷ হরিয়ানার কৃষি মন্ত্রী জেপি দলাল জানিয়েছেন, প্রায় ৫৬০০০ পশুপালকের এই কার্ডের সুবিধা দেওয়া হয়েছে ৷
হরিয়ানা রাজ্যে বাসিন্দারা এই যোজনায় Pashu kisan credit card scheme বানাতে ইচ্ছুক হলে নিকটবর্তী ব্যাঙ্কে গিয়ে আবেদন করতে হবে
সমস্ত ডকুমেন্ট নিয়ে ব্যাঙ্কে যেতে হবে ৷ এর পর অ্যাপ্লিকেশন ফর্ম ফিলআপ করতে হবে
ফর্ম ফিলআপ করে কেওয়াইসি জমা দিতে হবে ৷ কেওয়াইসি-র জন্য আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড ও পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে
সমস্ত ডকুমেন্ট যাচাই করার পর ব্যাঙ্কের তরফে ১ মাস পর এই কার্ড জারি করে দেওয়া হবে
Published by:Dolon Chattopadhyay
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।