Pashu kisan credit card scheme: কৃষকদের জন্য সুখবর! এবার বিনা গ্যারেন্টিতে পেয়ে যাবেন ১.৩০ লক্ষ টাকার সুবিধা

Last Updated:

(Pashu kisan credit card scheme) দেখে নিন কীভাবে করবেন আবেদন ?

#নয়াদিল্লি: কৃষকদের আয় দ্বিগুণ করার উদ্দেশ্যে পশু কিষান ক্রেডিট কার্ড (Pashu kisan credit card scheme) চালু করা হয়েছিল ৷ পশু কিষান ক্রেডিট কার্ডের শর্তগুলি অনেকটাই মোদি সরকারের কিষান ক্রেডিট কার্ডের মতোই ৷ এই কার্ডে অধিকতম ৩ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে গুরু, মহিষ, ভেঁড়া, ছাগল ও মুর্গি প্রতিপালনের জন্য ৷ এর মধ্যে ১.৬০ লক্ষ টাকা নেওয়ার জন্য লাগবে না কোনও গ্যারেন্টি ৷ কিষান ক্রেডিট কার্ডের (KCC) মতো এই কার্ডে নেওয়া লোনেও মাত্র ৪ শতাংশ সুদ দিতে হবে ৷ হরিয়ানার কৃষি মন্ত্রী জেপি দলাল জানিয়েছেন, প্রায় ৫৬০০০ পশুপালকের এই কার্ডের সুবিধা দেওয়া হয়েছে ৷
গরু, মহিষের জন্য কত টাকা মিলবে ?
advertisement
  • গরুদের জন্য ৪০,৭৮৩ টাকা
  • মহিষের জন্য ৬০,২৪৯ টাকা মিলবে
  • ভেড়ার জন্য মিলবে ৪০৬৩ টাকা
  • মুরগির ৭২০ টাকার ঋণ দেওয়া হবে
এই কার্ডের (Pashu kisan credit card scheme) জন্য কী কী ডকুমেন্ট লাগবে ?
advertisement
  • হরিয়ানার বাসিন্দা হতে হবে
  • আবেদনকারীর আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড লাগবে
  • মোবাইল নম্বর
  • পাসপোর্ট সাইজ ছবি
কত হবে সুদ
  • ব্যাঙ্কের তরফে সাধারণত ৭ শতাংশ সুদে লোন দেওয়া হয়ে থাকে
  • পশু কিষান ক্রেডিট অনুযায়ী পশুপালকদের কেবল ৪ শতাংশ সুদ দিতে হয়
  • সুদের হারে ৩ শতাংশ ছাড় কেন্দ্র সরকারের তরফে দেওয়া হয়
  • অধিকতম ৩ লক্ষ টাকার ঋণ দেওয়া হবে
advertisement
কীভাবে করবেন আবেদন ?
  • হরিয়ানা রাজ্যে বাসিন্দারা এই যোজনায় Pashu kisan credit card scheme বানাতে ইচ্ছুক হলে নিকটবর্তী ব্যাঙ্কে গিয়ে আবেদন করতে হবে
  • সমস্ত ডকুমেন্ট নিয়ে ব্যাঙ্কে যেতে হবে ৷ এর পর অ্যাপ্লিকেশন ফর্ম ফিলআপ করতে হবে
  • ফর্ম ফিলআপ করে কেওয়াইসি জমা দিতে হবে ৷ কেওয়াইসি-র জন্য আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড ও পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে
advertisement
সমস্ত ডকুমেন্ট যাচাই করার পর ব্যাঙ্কের তরফে ১ মাস পর এই কার্ড জারি করে দেওয়া হবে
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Pashu kisan credit card scheme: কৃষকদের জন্য সুখবর! এবার বিনা গ্যারেন্টিতে পেয়ে যাবেন ১.৩০ লক্ষ টাকার সুবিধা
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement