#নয়াদিল্লি: কৃষকদের জন্য বড় সুখবর ৷ পিএম কিষান সম্মান নিধি যোজনার (PM Kisan yojona) সুবিধাভোগীদের অ্যাকাউন্টে শীঘ্রই ক্রেডিট হতে চলেছে যোজনার টাকা ৷ সূত্রের খবর অনুযায়ী, যোজনার দশম কিস্তির টাকা ট্রান্সফার করার তারিখ ঠিক করে ফেলেছে সরকার ৷
এখনও পর্যন্ত এই যোজনায় ১১.৩৭ কোটি কৃষকদের অ্যাকাউন্টে প্রায় ১.৫৮ লক্ষ কোটি টাকা ট্রান্সফার করেছে কেন্দ্র সরকার ৷ ১৫ ডিসেম্বর ২০২১ এর মধ্যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (PM Kisan yojona) দশম কিস্তির টাকা (10th instalment) ট্রান্সফার করতে পারে কেন্দ্র ৷ গত বছর সরকার ২৫ ডিসেম্বরে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছিল ৷
৩০ সেপ্টেম্বরের আগে করে নিন রেজিস্ট্রেশন
যোজনার (PM Kisan yojona) গত কিস্তির টাকা না পেয়ে থাকলে আগামী কিস্তির সঙ্গে টাকা পেয়ে যাবেন ৷ অর্থাৎ ৪ হাজার টাকা পেতে পারেন ৷ তবে তার জন্য এই যোজনায় নিজেদের রেজিস্ট্রেশন করাতে হবে ৩০ সেপ্টেম্বরের আগে ৷ পিএম কিষান যোজনার (PM Kisan yojona) ওয়েবসাইটে গিয়ে সহজেই নিজেদের রেজিস্টার করতে পারবেন কৃষকরা ৷ আপনার আবেদন গ্রহণ হয়ে গেলে অক্টোবর মাসে নবম কিস্তির ২০০০ টাকা এবং ডিসেম্বরে দশম কিস্তির ২০০০ টাকা পেয়ে যাবেন ৷
পিএম কিষান সম্মান নিধি যোজনা দেশের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে চালু করেছিল কেন্দ্র সরকার ৷ এখানে বছর ৬০০০ টাকা দেওয়া হয় কৃষকদের ৷ ২০০০ টাকা করে বছরে তিনটি কিস্তিতে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে থাকে কেন্দ্র সরকার ৷
১৮ থেকে ৪০ বছরের যে কোনও কৃষক এই যোজনার (PM Kisan yojona) সুবিধা নিতে পারবেন ৷ এই যোজনার সুবিধা নেওয়ার জন্য কৃষকদের কাছে অধিকতম ২ হেক্টর চাষের জমি থাকতে হবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: PM Kisan Yojona