PM Kisan: শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে আসতে চলেছে টাকা, দেখে নিন কবে

Last Updated:

PM Kisan : এখানে বছর ৬০০০ টাকা দেওয়া হয় কৃষকদের ৷ ২০০০ টাকা করে বছরে তিনটি কিস্তিতে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে থাকে কেন্দ্র সরকার ৷

#নয়াদিল্লি: কৃষকদের জন্য বড় সুখবর ৷ পিএম কিষান সম্মান নিধি যোজনার (PM Kisan yojona) সুবিধাভোগীদের অ্যাকাউন্টে শীঘ্রই ক্রেডিট হতে চলেছে যোজনার টাকা ৷ সূত্রের খবর অনুযায়ী, যোজনার দশম কিস্তির টাকা ট্রান্সফার করার তারিখ ঠিক করে ফেলেছে সরকার ৷
এখনও পর্যন্ত এই যোজনায় ১১.৩৭ কোটি কৃষকদের অ্যাকাউন্টে প্রায় ১.৫৮ লক্ষ কোটি টাকা ট্রান্সফার করেছে কেন্দ্র সরকার ৷ ১৫ ডিসেম্বর ২০২১ এর মধ্যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (PM Kisan yojona) দশম কিস্তির টাকা (10th instalment)  ট্রান্সফার করতে পারে কেন্দ্র ৷ গত বছর সরকার ২৫ ডিসেম্বরে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছিল ৷
advertisement
advertisement
৩০ সেপ্টেম্বরের আগে করে নিন রেজিস্ট্রেশন
যোজনার (PM Kisan yojona) গত কিস্তির টাকা না পেয়ে থাকলে আগামী কিস্তির সঙ্গে টাকা পেয়ে যাবেন ৷ অর্থাৎ ৪ হাজার টাকা পেতে পারেন ৷ তবে তার জন্য এই যোজনায় নিজেদের রেজিস্ট্রেশন করাতে হবে ৩০ সেপ্টেম্বরের আগে ৷ পিএম কিষান যোজনার (PM Kisan yojona) ওয়েবসাইটে গিয়ে সহজেই নিজেদের রেজিস্টার করতে পারবেন কৃষকরা ৷ আপনার আবেদন গ্রহণ হয়ে গেলে অক্টোবর মাসে নবম কিস্তির ২০০০ টাকা এবং ডিসেম্বরে দশম কিস্তির ২০০০ টাকা পেয়ে যাবেন ৷
advertisement
পিএম কিষান সম্মান নিধি যোজনা দেশের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে চালু করেছিল কেন্দ্র সরকার ৷ এখানে বছর ৬০০০ টাকা দেওয়া হয় কৃষকদের ৷ ২০০০ টাকা করে বছরে তিনটি কিস্তিতে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে থাকে কেন্দ্র সরকার ৷
১৮ থেকে ৪০ বছরের যে কোনও কৃষক এই যোজনার (PM Kisan yojona)  সুবিধা নিতে পারবেন ৷ এই যোজনার সুবিধা নেওয়ার জন্য কৃষকদের কাছে অধিকতম ২ হেক্টর চাষের জমি থাকতে হবে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে আসতে চলেছে টাকা, দেখে নিন কবে
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement