New Labour Code: ৩দিন পর থেকে কাজ করতে হবে ১২ ঘণ্টা! নতুন লেবর কোড কী লাগু করতে চলেছে মোদি সরকার?

Last Updated:

দেশের প্রায় সমস্ত সরকারি এবং বেসরকারি সংস্থার কাছে এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন ৷

#নয়াদিল্লি: তিনদিন পর থেকে অর্থাৎ ১ অক্টোবর থেকে কী এবার ১২ ঘণ্টা কাজ করতে হবে ? দেশের প্রায় সমস্ত সরকারি এবং বেসরকারি সংস্থার কাছে এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন ৷ আগামী মাস থেকে নতুন লেবর কোড নিয়ম (New Labour Code)কী লাগু করতে চলেছে মোদি সরকার ? নতুন এই নিয়ম লাগু করা হলে কাজ করার সময় ১২ ঘণ্টা হওয়ার পাশাপাশি টেক হোম স্যালারিও কমে যেতে চলেছে ৷ তবে অন্যদিকে বাড়তে চলেছে প্রভিডেন্ট ফান্ডের টাকা ৷ এই সমস্ত প্রশ্নের মধ্যে শ্রম মন্ত্রকের তরফে জানানো হয়েছে ১ অক্টোবর থেকে এই নিয়ম লাগু করা হবে না ৷ এর প্রথম কারণ হচ্ছে রাজ্যগুলি নতুন নিয়ম লাগু করার জন্য প্রস্তুত নয় ৷ অনেকে আবার মনে করছেন উত্তরপ্রদেশ-সহ ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনও একটি বড় কারণ এই মুহূর্তে নতুন লেবর কোড লাগু না করার ৷
কমতে চলেছে টেক হোম স্যালারি, বাড়বে পিএফ এবং গ্র্যাচুইটি
নয়া লেবর কোড নিয়ম অনুযায়ী (New Labour Code), কর্মচারীদের টেক হোম স্যালারি কমতে চলেছে ৷ এর জেরে সংস্থাগুলির পিএফ কন্ট্রিবিউশন বাড়তে চলেছে ৷ নতুন নিয়ম অনুযায়ী, আপনার মোট বেতনের ৫০ শতাংশ বা তার বেশি বেসিক স্যালারি হতে হবে ৷ এর জেরে বেশিরভাগ কর্মচারীদের স্যালারি স্ট্রাকচার বদলাতে চলেছে ৷ বেসিক স্যালারি বাড়ার জেরে পিএফ এবং গ্র্যাচুইটির জন্য বেশি টাকা কাটা হবে ৷ এর জেরে টেক হোম স্যালারি কমতে চলেছে ৷
advertisement
advertisement
কাজ করতে হতে পারে ১২ ঘণ্টা
নতুন ড্রাফ্টে (New Wage Code)কাজের অধিকতম সময় বাড়িয়ে ১২ ঘণ্টা করার প্রস্তাব দেওয়া হয়েছে ৷ তবে লেবর ইউনিয়ন ১২ ঘণ্টা কাজের সময়ের বিরোধিতা করেছে ৷ কোডের ড্রাফ্ট নিয়মে ১৫ থেকে ৩০ মিনিটের বেশি কাজ করলে সেটা ৩০ মিনিট ধরে ওভারটাইমে সামিল করা হবে ৷ বর্তমান নিয়মে ৩০ মিনিট অতিরিক্ত কাজ করলে সেটা ওভারটাইম হিসেবে ধরা হয় ৷ ড্রাফ্ট নিয়মে কোনও কর্মচারীকে দিয়ে লাগাতার ৫ ঘণ্টার বেশি কাজ করানো যাবে না ৷ কর্মীদের প্রত্যেক ৫ ঘণ্টা পর আধ ঘণ্টার বিরতি দিতে হবে ৷
advertisement
সপ্তাহে ৩ দিন ছুটি মিলবে
নয়া লেবর কোডের নিয়ম (New Wage Code) অনুযায়ী এই বিকল্প রাখা হয়েছে ৷ এখানে কর্মচারী এবং সংস্থা নিজেদের সহমত প্রকাশ করে এই সিদ্ধান্ত নিতে পারবে ৷ নতুন নিয়ম অনুযায়ী (New Labour Code), সপ্তাহে কর্মীদের দিয়ে অধিকতম ৪৮ ঘণ্টা কাজ করানো যাবে ৷ সপ্তাহে কাজের দিন ৫ থেকে কমিয়ে ৪ করা হতে পারে ৷ তাহলে সপ্তাহে ছুটি পেয়ে যাবেন ৩ দিন ৷ তবে সে ক্ষেত্রে দিনে ১২ ঘণ্টা কাজ করতে হবে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Labour Code: ৩দিন পর থেকে কাজ করতে হবে ১২ ঘণ্টা! নতুন লেবর কোড কী লাগু করতে চলেছে মোদি সরকার?
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস !

  • পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement