Covid Active Cases: ৬ মাসে প্রথমবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের কম! দ্বিতীয় ঢেউ শেষ না তৃতীয় ঢেউ শুরু ?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Covid Active Cases: বর্তমানে দেশের মোট করোনা আক্রান্তের ৫৫ শতাংশ কেরলের ৷ কেরলে ১.৬৩ লক্ষ জন করোনায় আক্রান্ত রয়েছে ৷
#নয়াদিল্লি: গত ৬ মাসে এই প্রথমবার দেশে করোনায় আক্রান্তের সংখ্যা (Covid Active Case) ৩ লক্ষের কম হয়ে গিয়েছে ৷ রবিবার দেশজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ছিল ২,৯৯,৬২০ ৷ স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই তথ্য দেওয়া হয়েছে ৷ এই রিপোর্ট অনুযায়ী, গত ১৯১ দিনে বর্তমানে সবচেয়ে কম অ্যাক্টিভ কেস রয়েছে ৷ এটাই দ্বিতীয় ঢেউয়ের শেষ বলে দেখা হচ্ছে ৷ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম ৷ স্বাস্থ্য মন্ত্রকের তরফে সকলকে এই সময় সচেতনা থাকতে এবং বাড়তি সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে ৷
গত চার সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা লাগাতার কমতে থেকেছে ৷ দ্বিতীয় ওয়েভের পিক সময় অর্থাৎ মে মাসে গোটা দেশে অ্যাক্টিভ কেসের (Covid Active Case) সংখ্যা প্রায় ৩৭ লক্ষের বেশি হয়ে গিয়েছিল ৷
advertisement
মে মাসের পর দক্ষিণ ভারতে কেরলে করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত গতিতে বাড়লেও অন্যান্য রাজ্যে নিয়ন্ত্রণে আসতে শুরু করে ৷ নর্থ-ইস্ট-সহ বেশ কিছু রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও কেরলের অবস্থা বেশ চিন্তাজনক পর্যায়ে পৌঁছে গিয়েছিল ৷ বর্তমানে দেশের মোট করোনা আক্রান্তের ৫৫ শতাংশ কেরলের ৷ কেরলে ১.৬৩ লক্ষ জন করোনায় আক্রান্ত রয়েছে ৷
advertisement
বর্তমানে করোনার (Covid Active Case) যা অবস্থা একই পরিস্থিতি ফেব্রুয়ারি মাসেও ছিল ৷ তখনও দ্বিতীয় ঢেউ শুরু করা হয়নি ৷ দেশে ২০টি রাজ্যে ১০০টির বেশি নতুন আক্রান্তের খবর আসছে ৷ ১০ রাজ্যে আক্রান্তের সংখ্যা ১০০ এর কম রয়েছে ৷ ফেব্রুয়ারিতেও একই পরিস্থিতি ছিল ৷ সেই সময় সবচেয়ে বেশি করোনা আক্রান্তের ছিল কেরল ও মহারাষ্ট্রে ৷
advertisement
দেশজুড়ে টিকাকরণ দ্রুতি গতিতে চলছে ৷ তবে স্বাস্থ্য মন্ত্রক ও বিশেষজ্ঞদের মতে সকলকে লাগাতার সতর্ক করা হচ্ছে ৷ মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে ৷ বিশেষজ্ঞদের মতে সতর্কতা মেনে না চললে তৃতীয় ঢেউ শুরু হওয়ার প্রবল আশঙ্কা রয়ে যাচ্ছে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 28, 2021 11:03 AM IST