Amazon-এর এই ‘গোপন’ ওয়েবসাইট সম্পর্কে জেনে নিন, এখানে জিনিসপত্র পাবেন অর্ধেকেরও কম দামে !

Last Updated:

Amazon Secret Website: অ্যামাজনের এই গোপন ওয়েবসাইটে রিটার্ন প্রডাক্ট বা সামান্য ডিফেক্টিভ জিনিসপত্রগুলিকে অনেক কম দামে কিনতে পারবেন ৷

Photo: News18 Hindi
Photo: News18 Hindi
নয়াদিল্লি: আপনি যদি অনলাইনে শপিং করেন, তাহলে আপনার জন্য এটি কাজের খবর ৷ সস্তায় অনলাইন শপিংয়ের জন্য আপনাকে একটি গোপন বা সিক্রেট ওয়েবসাইট সম্পর্কে জানাচ্ছি আমরা ৷ যেখানে অর্ধেকেরও কম দামে জিনিসপত্র পাবেন আপনি ৷ কথা হচ্ছে ই-কমার্স সংস্থা অ্যামাজনের ওয়্যার হাউজের (Amazon Warehouse Deals) ৷ যেখানে ৭ হাজার টাকা দামের জিনিস মাত্র ২ হাজার টাকায় পেয়ে যেতে পারেন ৷ পাশাপাশি অ্যামাজনের এই গোপন ওয়েবসাইটে রিটার্ন প্রডাক্ট বা সামান্য ডিফেক্টিভ জিনিসপত্রগুলিকে অনেক কম দামে কিনতে পারবেন ৷
এই সিক্রেট ওয়েবসাইট কী ?
লকডাউনের সময় যখন অনেক দোকানপাট বন্ধ ছিল ৷ তখন অধিকাংশ মানুষ জিনিস কেনাকাটার জন্য অ্যামাজনকেই বেছে নিয়েছিলেন ৷ এখানে এমনিতে প্রডাক্টের উপর অফার চলতেই থাকে ৷ পাশাপাশি অ্যামাজনের এই গোপন ওয়েবসাইটে আপনি আরও কম দামে ফিরিয়ে দেওয়া আইটেমগুলি কিনতে পারেন ৷ বাক্স খোলা হয়ে গেলে, সেগুলি অনেক কম দামেই বিক্রি করা হয়ে থাকে ৷
advertisement
advertisement
প্রায় ৭-৮ হাজার টাকা কম দামে জিনিস পাওয়া যাবে
মার্টিন লুইসের ওয়েবসাইট moneysavirngexpert.com অনুযায়ী, একজন গ্রাহক জানিয়েছিলেন, ‘‘ একবার আমি একটি প্রেশার ওয়াশার কেনার জন্য অ্যামাজন ওয়েবসাইটে লগ ইন করেছিলাম ৷ একটি বিশেষ মডেলের উপরেই আমার নজর ছিল ৷ অন্যান্য অনেক ওয়েবসাইটে ওই জিনিসটার দাম যেখানে ২০ হাজার টাকার বেশি ছিল, সেখানে একই জিনিস আমি অ্যামাজন ওয়্যারহাউজে ১৩ হাজার টাকায় পেয়েছিলাম ৷ এই ডিল আমার দারুণ পছন্দ হয়েছিল ৷ তারপর থেকেই আমি এখান থেকে কেনাকাটা শুরু করি ৷’’
advertisement
কীভাবে কিনবেন আপনি জিনিসপত্র ?
যারা অ্যামাজনের এই সিক্রেট ওয়েবসাইট ব্যবহার করেন, তারাও অ্যামাজনের মতো কাস্টমার কেয়ারের সুবিধা পাবেন ৷ পাবেন অ্যামাজনের রিটার্ন পলিসির সুবিধাও ৷ অর্থাৎ আপনি যদি ডেলিভারিতে সন্তুষ্ট না হন, তাহলে ফেরত দিতে পারবেন ৷ ডেলিভারির ৩০ দিনের মধ্যে রিটার্ন করতে পারেন ৷
advertisement
৪০ হাজারের বেশি জিনিসপত্র রয়েছে
রিপোর্ট অনুযায়ী, অ্যামাজন ওয়্যারহাউজের (Amazon Warehouse) স্টকে রয়েছে ৪০ হাজারের বেশি আইটেম ৷ যেগুলি আপনি অর্ধেকেরও কম দামে কিনতে পারবেন ৷ এখানে গ্রাহকদের জন্য অনেক বিকল্প রয়েছে ৷ ৩৪টি বিভাগ রয়েছে ৷ রয়েছে কম্পিউটার ও সহায়ক অ্যাকসেসারিজ, ঘরের জিনিস, খেলনা, ভিডিও গেম, ইলেকট্রনিক্স জিনিস এবং আরও অনেক কিছু ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Amazon-এর এই ‘গোপন’ ওয়েবসাইট সম্পর্কে জেনে নিন, এখানে জিনিসপত্র পাবেন অর্ধেকেরও কম দামে !
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement