উৎসবের মরশুমে Amazon-এর বিক্রেতাদের জন্য সুখবর, এবার আরও ৩টি ভাষায় ব্যবসা সম্ভব !

Last Updated:

Amazon adds 3 languages including Bengali for seller registration: এখন থেকে মলয়ালম, তেলেগু এবং বাংলা ভাষার মাধ্যমে বিক্রেতারা তাঁদের অনলাইন ব্যবসা পরিচালনা করতে পারবেন।

File Photo
File Photo
#কলকাতা: উৎসবের মরশুম শুরু হওয়ার আগেই অ্যামাজন (Amazon) তাদের বিক্রেতাদের (Sellers) জন্য নিয়ে এল দারণ সুখবর। এখন থেকে Amazon-এর বিক্রেতারা আরও ৩টি ভাষার ব্যবহার করতে পারবেন। এখন থেকে বিক্রেতারা মলয়ালম (Malayalam), তেলেগু (Telegu) এবং বাংলা (Bangla) ভাষার মাধ্যমে Amazon-এ তাঁদের অনলাইন ব্যবসা পরিচালনা করতে পারবেন। এর ফলে Amazon-এ বিক্রেতারা খুব সহজেই নিজেদের প্রডাক্ট বিক্রি করতে পারবেন এবং নিজেদের পছন্দের ভাষা বেছে নিয়ে, নিজেদের ব্যবসা সঠিকভাবে পরিচালনা করতে পারবেন।
উৎসবের মরশুম শুরু হওয়ার আগেই Amazon তাদের বিক্রেতাদের দিল নতুন উপহার। Amazon-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে এখন থেকে মলয়ালম, তেলেগু এবং বাংলা ভাষার মাধ্যমে বিক্রেতারা তাঁদের অনলাইন ব্যবসা পরিচালনা করতে পারবেন। Amazon.in-এ এই তিনটি ভাষার মাধ্যমে রেজিস্ট্রেশন (Registration) ও অনলাইন ব্যবসা পরিচালনা করা যাবে। এর ফলে Amazon-এর অন্যান্য বিক্রেতাদের সঙ্গে সঙ্গে নতুন বিক্রেতাদেরও সুবিধা হবে। যে যাঁর পছন্দের ভাষা বেছে নিয়ে নিজেই তাদের অনলাইন ব্যাসা সঠিক ও সহজভাবে পরিচালনা করতে পারবেন।
advertisement
advertisement
Amazon-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে আসন্ন উৎসবের মরশুমের কথা মাথায় রেখেই এটি চালু করা হচ্ছে। আরও বেশি সংখ্যক বিক্রেতাদের কাছে পৌঁছে নিজেদের ব্যবসা বাড়ানোই Amazon-এর প্রধান লক্ষ্য। এর ফলে ভারতের প্রতিটি কোণে Amazon-এর অনলাইন ব্যবসা খুব সহজেই ছড়িয়ে পড়বে। দেশের বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের প্রডাক্ট Amazon-এই পাওয়া যাবে। বিক্রেতারা তাঁদের নিজস্ব প্রডাক্ট আরও বেশি সংখ্যক মানুষের কাছে খুব সহজেই পৌঁছে দিতে পারবেন। নিজেদের পছন্দের ভাষার মাধ্যমে খুব সহজেই তাঁদের ব্যবসাও সঠিকভাবে পরিচালনা করতে পারবেন।
advertisement
Amazon-এ নতুন তিনটি ভাষা যোগ হওয়ার ফলে, এখন থেকে Amazon.in-এ বিক্রেতারা মোট ৯টি ভাষার সুবিধা পাবেন- হিন্দি (Hindi), ইংরাজি (English), গুজরাতি (Gujrati), কন্নড় (Kannada), মরাঠি (Marathi), তামিল (Tamil)-এর সঙ্গে সঙ্গে মলয়ালম, তেলেগু এবং বাংলা; Amazon-এ এক সঙ্গে এতগুলো ভাষার সুবিধা বিক্রেতারা পাবেন।
advertisement
Amazon-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে বিক্রেতারা রেজিস্ট্রেশন থেকে শুরু করে সম্পূর্ণ প্রক্রিয়াই নিজেদের পছন্দের ভাষায় করতে পারবেন। এর ফলে তাঁরা খুব সহজেই Amazon-এ তাঁদের অনলাইন ব্যবসা পরিচালনা করতে পারবেন।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
উৎসবের মরশুমে Amazon-এর বিক্রেতাদের জন্য সুখবর, এবার আরও ৩টি ভাষায় ব্যবসা সম্ভব !
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement