Air India: কমার্শিয়াল উড়ানের নতুন ইতিহাস- ২৫০ এয়ারবাস আর ২২০ বোয়িং কিনে রেকর্ড গড়ছে এয়ার ইন্ডিয়া !
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Air India orders 470 planes from Boeing and Airbus: বিশ্বের সবচেয়ে বৃহত্তম বাণিজ্যিক উড়ানের ইতিহাস রচনা করছে এয়ার ইন্ডিয়া। সম্পন্ন হয়েছে এক ঐতিহাসিক বাণিজ্যিক চুক্তি- ২৫০ টি এয়ারবাস আর ২২০ টি বোয়িং বিমানের অর্ডার দিয়ে নতুন রেকর্ড গড়ল এয়ার ইন্ডিয়া।
কলকাতা: ২০২২ সালের জানুয়ারি মাসের শেষের দিকে যখন ১০০ কোটি টাকায় ভারত সরকারের কাছ থেকে সংস্থার মালিকানা নেয় টাটা গ্রুপ, তখনও এয়ার ইন্ডিয়ার অবস্থা কিছুটা টালমাটাল ছিল বলাই যায়। গালফ এবং ওয়েস্টার্ন এয়ারলাইন্সের দিক থেকে বাজারে সেই সময়ে সংস্থা অনেকটাই শেয়ার হারিয়েছিল বলে খবর। তবে এবার দুই ডানায় নতুন করে জোর ফিরছে, যোগ হচ্ছে সাফল্যের মুকুটে নতুন পালক। বিশ্বের সবচেয়ে বৃহত্তম বাণিজ্যিক উড়ানের ইতিহাস রচনা করছে এয়ার ইন্ডিয়া। সম্পন্ন হয়েছে এক ঐতিহাসিক বাণিজ্যিক চুক্তি- ২৫০ টি এয়ারবাস আর ২২০ টি বোয়িং বিমানের অর্ডার দিয়ে নতুন রেকর্ড গড়ল এয়ার ইন্ডিয়া।
জানা গিয়েছে যে এয়ার ইন্ডিয়া ২২০টি বোয়িং কিনছে ৩৪ বিলিয়ন মার্কিন ডলারে। তবে এখানেই শেষ নয়, আরও ৭০টি বিমান কেনার কথাও চলছে। এই সংখ্যা যোগ হলে বোয়িংয়ের ক্ষেত্রে খরচের অঙ্কটা গিয়ে পৌঁছতে পারে ৪৫.৯ বিলিয়ন মার্কিন ডলারে। এর সঙ্গে এয়ারবাস কেনার খরচ যোগ করতে হবে, যা মোট খরচের অঙ্কটাকে পৌঁছে দিয়েছে ৮৫ বিলিয়ন মার্কিন ডলারেরও উপরে। এয়ার ইন্ডিয়া একটি ট্যুইটে জানিয়েছে যে মার্কিন সংস্থার কাছ থেকে আসছে ২০টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান, ১০টি বোয়িং ৭৭৭-৯এস বিমান এবং ১৯০টি বোয়িং ৭৩৭ ম্যাক্স সিঙ্গল আইল বিমান। অন্য দিকে, ফরাসি সংস্থার কাছ থেকে কেনা হচ্ছে ৪০টি ওয়াইড বডি এয়ারবাস এ৩৫০ বিমান এবং ২১০টি ন্যারো বডি এয়ারবাস। এই ন্যারো বডি বিমানের মধ্যে বাছাই করা হয়েছে ১৪০টি এ৩২০ এয়ারবাস মডেল এবং ৭০টি এ৩২১ নিও মডেল। ওয়াইড বডির মধ্যে ৩৪টি এ৩৫০-১০০০ ভ্যারিয়েন্টের বিশাল এয়ারবাস ৷
advertisement
advertisement
Ready to take off with 20 Boeing 787s and 10 Boeing 777-9s widebody aircraft, and 190 Boeing 737 MAX single-aisle aircraft. The B777/787s will be powered by GE Aerospace and B737 Max by CFM International#ReadyForMore @BoeingAirplanes @GE_Aerospace @GEIndia @CFM_engines
— Air India (@airindiain) February 14, 2023
advertisement
স্বাভাবিক ভাবেই ঐতিহাসিক এই চুক্তি নিয়ে পুলকিত তিন দেশই! ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আনুষ্ঠানিক কথাবার্তা হয়ে গিয়েছে। বোয়িং কেনার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর বক্তব্য, সারা বিশ্বই এই বাণিজ্যিক চুক্তির দ্বারা উপকৃত হবে। অন্য দিকে, ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাকরঁ প্রধানমন্ত্রী মোদিকে এই প্রসঙ্গে ধন্যবাদ জানিয়েছেন দুই দেশের পারস্পরিক আস্থা পোষণের প্রসঙ্গে। সঙ্গে তিনি এও বলতে ভোলেননি যে এই ঐতিহাসিক বাণিজ্যিক চুক্তি ভারত এবং ফ্রান্সের সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করবে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
February 15, 2023 9:38 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Air India: কমার্শিয়াল উড়ানের নতুন ইতিহাস- ২৫০ এয়ারবাস আর ২২০ বোয়িং কিনে রেকর্ড গড়ছে এয়ার ইন্ডিয়া !