Agriculture News: এই পদ্ধতি মেনে চললে, ফলে ঢেকে যাবে গাছ !

Last Updated:

Agriculture News: এই ভাগুয়া বেদানার এক একটি ফল ৫০০-৬০০ গ্রাম আবার কখনও ৮০০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে

+
ভাগুয়া

ভাগুয়া বেদানা 

উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুর জেলার চাষ করা হচ্ছে এই বিশেষ বেদানা। দেখতে টকটকে লাল এবং গাছ ভর্তি হবে ফলন। জেলায় চাষ শুরু হয়েছে ভাগুয়া জাতের বেদনার। উত্তর দিনাজপুর জেলার কৃষক গোবিন্দ সাহা তাঁর বাড়ির বাগানে পরীক্ষামূলক ভাবে এই বেদানার গাছ বসিয়ে ছিলেন । বছরে দু’বার ফলনের আশা করছে গোবিন্দ সাহা।
এই ভাগুয়া বেদানার এক একটি ফল ৫০০-৬০০ গ্রাম আবার কখনও ৮০০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে। এই বেদানা টকটকে লাল এর ভিতরের শাঁসের রং ও লাল। বাজারের ও বেশ চাহিদা এই বেদনার প্রায় ১৮০ থেকে ২০০ টাকা প্রতি কেজিতে বিক্রি হয়।
advertisement
advertisement
এই বেদনা গাছ যে কোন ঋতু তে রোপণ করা যায়। এই ভাগুয়া বেদানার গাছের চারা লাগানোর ৪/৫ মাস পর থেকে নিয়মিত ২৫-৩০ দিন পর পর সরিষার খৈল পচা দিতে হবে। সরিষার খোল ১০ দিন জলে ভিজিয়ে রেখে এরপর সেই পচা খোলের জল পাতলা করে গাছের গোড়ায় দিতে হবে। চারা লাগানোর পূর্বে গর্তে সার প্রয়োগ করতে হবে।
advertisement
এছাড়াও প্রতি বছর গাছে নিয়মিত সার দিতে হবে। গর্ত করার ৮-১০ দিন পর গর্তের মাটির সাথে নিম্নলিখিত হারে সার মিশিয়ে গর্ত ভরাট করে দিতে হবে। গর্ত ভরাট করার ২০-২৫ দিন পর বেদানার চারা রোপণ করতে হবে। এইভাবে খুব সহজে ভাগুয়া জাতের বেদানা চাষ করতে পারবেন।
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Agriculture News: এই পদ্ধতি মেনে চললে, ফলে ঢেকে যাবে গাছ !
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement