Most Profitable Airports: দেশের সবচেয়ে লাভজনক বিমানবন্দর কোনটা জানেন? নাম শুনলে চমকে যাবেন

Last Updated:

Most Profitable Airports: বিবৃতিতে দেশের সবচেয়ে লাভজনক এবং লোকসানে চলা বিমানবন্দরের নামও জানানো হয়েছে।

পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে চলে দেশের ১৪টি বিমানবন্দর। সংসদে শীতকালীন অধিবেশন চলাকালীন রাজ্যসভায় একটি প্রশ্নের জবাবে লিখিত ভাবে এ কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ প্রতিমন্ত্রী তথা প্রাক্তন জেনারেল ড. ভি কে সিং। এমওএস-এর শেয়ার করা বিশদ বিবৃতিতে আরও বলা হয়েছে, ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত আরও ২৫টি বিমানবন্দর লিজে দিয়েছে ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ।
ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইনের অধীনে ররয়েছে দেশে যে ২৫টি বিমানবন্দর: ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইনের আওতায় যে ২৫টি বিমানবন্দর লিজ দেওয়া হচ্ছে সেগুলি হল – ভুবনেশ্বর, বারাণসী, অমৃতসর, ত্রিচি, ইন্দোর, রায়পুর, কালিকট, কোয়েম্বাতোর, নাগপুর, পটনা, মাদুরাই, সুরাত, রাঁচি, যোধপুর, চেন্নাই, বিজয়ওয়াড়া, ভদোদরা, ভোপাল, তিরুপতি, হুবলি, ইম্ফল, আগরতলা, উদয়পুর, দেহরাদুন এবং রাজামুন্দ্রি।
advertisement
advertisement
ভারতের সবচেয়ে লাভজনক এবং লোকসানে চলা বিমানবন্দর: বিবৃতিতে দেশের সবচেয়ে লাভজনক এবং লোকসানে চলা বিমানবন্দরের নামও জানানো হয়েছে। সেই অনুযায়ী বেঙ্গালুরুর কেম্পাগৌড়া বিমানবন্দর দেশের সবচেয়ে লাভজনক বিমানবন্দর। এখান থেকে ২০২২-২৩ অর্থবর্ষে ৫২৮.৩১ কোটি টাকা মুনাফা মিলেছে। এএআই-এর আওতায় থাকাকালীন কলকাতা (৪৮২.৩০ কোটি) ও চেন্নাই (১৬৯.৫৬ কোটি) বিমানবন্দরও বিপুল লাভের মুখ দেখেছে। অন্য দিকে, ২৮৪.৮৬ কোটি টাকা লোকসানে চলছে দিল্লি বিমানবন্দর। একইভাবে আহমেদাবাদ বিমানবন্দরও ৪০৮.৫১ কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে।
advertisement
নতুন বিমানবন্দর: কেন্দ্র সরকার সারা দেশে গ্রিনফিল্ড-সহ বেশ কয়েকটি বিমানবন্দর নির্মাণ করছে। এর মধ্যে তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর। সেগুলি হল – নয়ডার জেওয়ার বিমানবন্দর, নভি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর এবং অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের ভোগপুরম আন্তর্জাতিক বিমানবন্দর। জেওয়ার বিমানবন্দর নির্মাণ হয়ে গেলে দিল্লি বিমানবন্দরের পথের যানজট কমবে। কমবে চাপও। একইভাবে নভি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের চাপ কমাবে। বিশাখাপত্তনমের বর্তমান বিমানবন্দরের সংস্কার এবং সম্প্রসারণের মাধ্যমে গড়ে উঠবে ভোগপুরম আন্তর্জাতিক বিমানবন্দর। প্রসঙ্গত, বিশাখাপত্তনমকে অন্ধ্রপ্রদেশের প্রশাসনিক রাজধানী বলা হয়। সমুদ্র বাণিজ্যের প্রধান কেন্দ্রও বটে। তাই এখানে আন্তর্জাতিক বিমানবন্দর লাভজনক হতে পারে বলে মনে করা হচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Most Profitable Airports: দেশের সবচেয়ে লাভজনক বিমানবন্দর কোনটা জানেন? নাম শুনলে চমকে যাবেন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement