5G Spectrum Auction: দেশে শুরু হতে চলেছে 5G পরিষেবা! কবে থেকে চালু হবে দ্রুত ইন্টারনেট? জেনে নিন

Last Updated:

5G Spectrum Auction: ট্রাই-কে 5G স্পেকট্রামের নিলাম প্রক্রিয়া সংক্রান্ত নিয়ম সম্পর্কে সরকারকে একটি সুপারিশ জমা দিতে হবে।

5G spectrum auction is expected to be held in May
5G spectrum auction is expected to be held in May
#নয়াদিল্লি: যাঁরা দ্রুত ইন্টারেনেট পরিষেবার জন্য দেশে ৫জি মোবাইল সার্ভিস (5G Mobile Services) পরিষেবার অপেক্ষা করছেন, তাঁদের প্রতীক্ষার অবসান হতে চলেছে। টেলিকম মন্ত্রকের (Telecom Ministry) একজন সিনিয়র আধিকারিক জানিয়েছেন, 5G স্পেকট্রামের নিলাম (5G Spectrum Auction) এই বছরের মে মাসের মধ্যে অনুষ্ঠিত হতে পারে যদি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) মার্চের মধ্যে এই সম্পর্কিত সুপারিশ জমা দেয়। ট্রাই-কে 5G স্পেকট্রামের নিলাম প্রক্রিয়া সংক্রান্ত নিয়ম সম্পর্কে সরকারকে একটি সুপারিশ জমা দিতে হবে।
টেলিকম সচিব কে রাজারামন বলেছেন, TRAI ইঙ্গিত দিয়ে জানিয়েছে তারা মার্চ মাসের মধ্যে তাদের প্রস্তাব পাঠাবে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য এক মাস সময় লাগবে। এর আগে স্পেকট্রাম নিলামে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার থেকে সুপারিশ পাওয়ার পর টেন্ডারিং পর্ব শুরু করতে সরকারের ৬০ - ১২০ দিন সময় লেগেছিল।
advertisement
advertisement
নিলাম প্রক্রিয়া শুরু করতে সময়ে লাগবে ২ মাস
রাজারমন জানিয়েছে যে নিলাম শুরু করতে টেলিকম বিভাগের তরফে সুপারিশ পাওয়ার দিন থেকে ন্যূনতম ২ মাস সময় লাগবে। টেলিকম বিভাগের জানিয়েছে ৫জি ডেটা পরিষেবার গতি ৪জি পরিষেবার তুলনায় ১০ গুন বেশি দ্রুত হবে। নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় সরকারের টেলিকম বিভাগ ট্রাই-এর কাছে স্পেকট্রামের দাম, এটি বরাদ্দ করার পদ্ধতি, ব্লকের আকার এবং অর্থপ্রদানের পদ্ধতি সম্পর্কিত একটি সুপারিশ চায়। TRAI ইন্ডাস্ট্রি এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ করে এবং টেলিকম বিভাগকে তাদের সুপারিশ প্রদান করে।
advertisement
ডিজিটার সঞ্চার বিভাগ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে
বিদ্যমান পদ্ধতি অনুযায়ী, টেলিকম বিভাগের শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা হল ‘ডিজিটাল কমিউনিকেশন কমিশন (পূর্ববর্তী টেলিকম কমিশন)’ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া প্রদত্ত সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করে। এরপর এই সুপারিশ চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রীসভায় পাঠায় হয়। রাজারামন বলেছেন যে টেলিকম বিভাগ ৫জি-এর নিলামের জন্য নিলামকারী সংস্থা হিসেবে এমএসটিসিকে বেছে নিয়েছে।
advertisement
টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণর ইঙ্গিত
চলতি মাসের শুরুতে টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ (Ashwini Vaishnaw) দেশে 5G পরিষেবা চালু হওয়া নিয়ে একই রকমের ইঙ্গিত দেন । ট্রাই তাঁকে জানিয়েছে সংস্থাটি মার্চ মাসের মধ্যে সরকারকে ৫জি নেটওয়ার্ক সম্পর্কিত সুপারিশ জমা দেবে। এছাড়া, টেলিকম বিভাগ অন্যান্য সমস্ত প্রক্রিয়াগুলিকেও সম্পূর্ণ করেছে বলে জানিয়েছেন তিনি।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
5G Spectrum Auction: দেশে শুরু হতে চলেছে 5G পরিষেবা! কবে থেকে চালু হবে দ্রুত ইন্টারনেট? জেনে নিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement