NSO প্রদত্ত মূল্যবৃদ্ধির তালিকায় হরিয়ানা রয়েছে শীর্ষে, পশ্চিমবঙ্গ কত নম্বরে? দেখে নিন!
- Published by:Debamoy Ghosh
Last Updated:
২০২২ সালের সালের জানুয়ারি মাসে মূল্যবৃদ্ধির দর ৬.০১ শতাংশ ছিল যা গত ৭ মাসের মধ্যে সর্বোচ্চ।
#নয়াদিল্লি: চলতি বছরের জানুয়ারি মাসে খুচরো মূল্যবৃদ্ধি গত ৭ মাসের মধ্যে সবচেয়ে শিখরে পৌঁছেছে। জাতীয় পরিসংখ্যান কার্যালয় অফিস (NSO) ১৪ জানুয়ারি তারিখে কনজিউমার প্রাইস ইনডেক্স (CPI) প্রকাশ করেছে যেখানে এমনই তথ্য উঠে এসেছে। ২০২২ সালের সালের জানুয়ারি মাসে মূল্যবৃদ্ধির দর ৬.০১ শতাংশ ছিল যা গত ৭ মাসের মধ্যে সর্বোচ্চ।
NSO প্রকাশিত তথ্য অনুযায়ী তথ্য অনুযায়ী, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হার ২০২২ সালের জানুয়ারি মাসে ৫.৪৩ শতাংশে পৌঁছয়। তার আগের মাসে এই হার ছিল ৪.০৫ শতাংশ। মুদ্রানীতি নির্ধারিত করার সময় রিজার্ভ ব্যাঙ্ক প্রধানত ভোক্তা মূল্য সূচকের উপর ভিত্তি করে মুদ্রাস্ফীতি বিচার করে। সরকার ২ শতাংশ হারে বাড়িয়ে কমিয়ে খুচরা মূল্যবৃদ্ধি ৪ শতাংশে রাখার দায়িত্ব দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ককে।
advertisement
advertisement
সবচেয়ে বেশি মূল্যবৃদ্ধি দেখা গিয়েছে হরিয়ানায়, সবচেয়ে কম পঞ্জাবে
জাতীয় পরিসংখ্যান কার্যালয় দ্বারা প্রকাশিত তথ্যে রাজ্যভিত্তিক মূল্যবৃদ্ধি দেখতে গেলে হরিয়ানা সবচেয়ে শীর্ষে রয়েছে। এনএসও রিপোর্ট অনুযায়ী, জানুয়ারি মাসে হরিয়ানায় খুচরো মূল্যবৃদ্ধির হার ছিল ৭.২৩ শতাংশ, যা অন্যান্য রাজ্যগুলির তুলনায় সর্বাধিক। তালিকায় এর পরের স্থানেই রয়েছে পশ্চিমবঙ্গ। জানুয়ারি মাসে সবেচেয় কম মূল্যবৃদ্ধি দেখা গিয়েছে পঞ্জাবে। রিপোর্টে দেওয়া তথ্য অনুযায়ী, খুচরো পণ্যের মূল্যবৃদ্ধির হার শহরের তুলনায় গ্রামাঞ্চলে বেশি দেখা গিয়েছে। জানুয়ারি মাসে গ্রামাঞ্চলে খুচরো মূল্যবৃদ্ধির হার ৬.১২ শতাংশ ছিল যেখানে শহরে খুচরো মূল্যবৃদ্ধির হার ছিল ৫.১৯ শতাংশ।
advertisement
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছিল মূল্যবৃদ্ধির হার ৬ শতাংশ হতে পারে
২০২২ সালের জানুয়ারি মাসের মূল্যবৃদ্ধির পরিসংখ্যান রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অনুমানের আশেপাশেই রয়েছে। এই তথ্য সামনে আসার আগে আজ সকালে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস (Saktikanta Das) জানিয়েছিলেন যে এই বার মূল্যবৃদ্ধির হার ৬ শতাংশ হতে পারে। এর কারণ হিসেবে তিনি বেস ইফেক্টকে দায়ী করেছিলেন। রিজার্ভ ব্যাঙ্ক ২০২২ সালের প্রথম ত্রৈমাসিকে খুচরো মূল্যবৃদ্ধির হার ৫.৭ শতাংশ থাকবে বলে অনুমান করে। জানুয়ারি মাসেই খুচরো মূল্যস্ফীতির দর দাড়ায় ৬.০১ শতাংশ। এর অর্থ হল যদি আরবিআই গভর্নরের অনুমান সঠিক হয় তবে আগামী দুই মাসে অর্থাৎ ফেব্রুয়ারি এবং মার্চ মাসে মূল্যবৃদ্ধির সূচক নিচের দিকে নেমে আসবে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 18, 2022 8:18 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
NSO প্রদত্ত মূল্যবৃদ্ধির তালিকায় হরিয়ানা রয়েছে শীর্ষে, পশ্চিমবঙ্গ কত নম্বরে? দেখে নিন!