Birbhum News : ময়ূরাক্ষীতে জলে ডুবে একসঙ্গে মৃত্যু হল দুই সহকর্মীর

Last Updated:

ময়ূরাক্ষী নদীতে জলে ডুবে ফের মৃত্যুর ঘটনা ঘটল। এবার একসঙ্গে মৃত্যু হল দুজনের। মৃত দুজনেই বেসরকারি একটি সংস্থায় কর্মরত।

ময়ূরাক্ষীতে জলে ডুবে একসঙ্গে মৃত্যু হল দুই সহকর্মীর
ময়ূরাক্ষীতে জলে ডুবে একসঙ্গে মৃত্যু হল দুই সহকর্মীর
#বীরভূম : ময়ূরাক্ষী নদীতে জলে ডুবে ফের মৃত্যুর ঘটনা ঘটল। এবার একসঙ্গে মৃত্যু হল দুজনের। মৃত দুজনেই বেসরকারি একটি সংস্থায় কর্মরত। ওই সংস্থার পাঁচজন কর্মী গত শনিবার সাঁইথিয়ার দেরিয়াপুর পঞ্চায়েতের বৈদ্যপুরে যান, সেখানে লিচুবাগান নামে একটি জায়গায় ময়ূরাক্ষী নদীর পাড়ে পিকনিকের আয়োজন করেন। পিকনিকের আয়োজনের মাঝেই একজন নদীতে স্নান অথবা অন্য কোন কারণে নামলে, জলে তলিয়ে যান। সেই সময় তাঁর সঙ্গে থাকা আরও একজন তাকে বাঁচাতে গেলে তিনিও তলিয়ে যান। মৃত দুজনের কেউই সাঁতার জানতেন না বলেই সূত্রের খবর।
মৃত ওই দুজন হলেন ৪৫ বছর বয়সি শুভেন্দু হাজরা, বাড়ি সাঁইথিয়া বলে জানা যাচ্ছে। অন্য দিকে ২৬ বছর বয়সি শুভম দাসের বাড়ি সিউড়ির সাজানোপল্লীতে। তাঁরা নদীর জলে তলিয়ে যাওয়ার পর তাদের উদ্ধারের জন্য নামে উদ্ধারকারী দল। শনিবার তাঁদের উদ্ধার করা সম্ভব না হলেও রবিবার তাঁদের উদ্ধার করে উদ্ধারকারী দলের সদস্যরা। মৃত অবস্থায় তাঁদের উদ্ধার করার পর সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয় ময়না তদন্তের জন্য। ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
advertisement
advertisement
মৃত শুভম দাসের বন্ধু বিক্রম জানিয়েছেন, তারা একসঙ্গে একটি সংস্থায় কাজ করেন এবং সেখানে কাজের সুবাদে পাঁচ জন মিলে পিকনিক করতে গিয়েছিলেন। নদীতে নামার সময় সমতল থেকে হঠাৎ বিশাল গর্ত হয়ে যাওয়ার কারণে এমন বিপত্তি ঘটেছে। উদ্ধারকারী দলের সদস্যরা তাদের জানিয়েছেন, যে জায়গা থেকে তাদের উদ্ধার করা হয়েছে সেখানে কম করে ৪০ ফুট গর্ত ছিল।
advertisement
আরও পড়ুন: চিঠি লিখে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য প্রার্থনা বীরভূমের বিশেষভাবে সক্ষমদের
তবে ময়ূরাক্ষী নদীতে জলে ডুবে এইভাবে মৃত্যুর ঘটনা এই প্রথম হল এমন নয়। এর আগেও একাধিক জায়গায় এইভাবে জলে ডুবে মৃত্যুর ঘটনা ঘটতে দেখা গিয়েছে। ময়ূরাক্ষী নদীতে স্থান বিশেষে এইভাবে একাধিক মৃত্যুর ঘটনা স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভীতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।
advertisement
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News : ময়ূরাক্ষীতে জলে ডুবে একসঙ্গে মৃত্যু হল দুই সহকর্মীর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement