Birbhum News : চিঠি লিখে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য প্রার্থনা বীরভূমের বিশেষভাবে সক্ষমদের
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Birbhum News : সিউড়ির হাটজান বাজার পোস্ট অফিস থেকে ৫০ জন বিশেষভাবে সক্ষম মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি দিলেন।
মাধব দাস, বীরভূম : শারীরিক দিক দিয়ে বিশেষভাবে সক্ষম হলেও অনেককেই সেই প্রতিকূলতা দূরে সরিয়ে আর পাঁচ জন মানুষের মতোই জীবনযাপন করতে দেখা যায়। তবে তাহলেও তারা সাধারণ মানুষদের তুলনায় পিছিয়ে থাকেন। এরই পরিপ্রেক্ষিতে এই বিশেষভাবে সক্ষমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে সাহায্য প্রার্থনা করলেন চিঠি লিখে।
বীরভূমে যে সমস্ত বিশেষভাবে সক্ষম মানুষেরা রয়েছেন তাঁরা তাঁদের চাহিদা মেটানোর জন্য এই বিশেষ পথ বেছে নিয়েছেন । এর জন্য তাঁরা একটি জায়গায় সমবেত হয়ে নিজে নিজের এলাকার পোস্ট অফিস থেকে মুখ্যমন্ত্রীর ঠিকানায় চিঠি লিখছেন সাহায্য প্রার্থনায় । সেই রকমই সিউড়ির হাটজান বাজার পোস্ট অফিস থেকে ৫০ জন বিশেষভাবে সক্ষম আলাদা আলাদা ভাবে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি দিলেন ।
advertisement
আরও পড়ুন : ছক ভেঙে মাতৃভাষা পঞ্জাবিতে উড়ান ঘোষণা, IndiGo পাইলটের কীর্তিতে আপ্লুত নেটদুনিয়া!
তাঁরা চিঠিতে উল্লেখ করেছেন, প্রতিবন্ধী নাগরিক হওয়ার কারণে তাঁরা নানা সমস্যার মধ্য দিয়ে দিনযাপন করছেন। বর্তমান দুর্মূল্যের বাজারে তাঁদের পক্ষে বেঁচে থাকা দায় হয়ে দাঁড়িয়েছে এবং দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে । এই পরিস্থিতিতে তাঁরা উচ্চশিক্ষিত প্রতিবন্ধীদের যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরিতে নিয়োগ করা, ব্যবসা করতে চাওয়া প্রতিবন্ধীদের সরকারি সাহায্য করা এবং মানবিক ভাতার পরিমাণ ১০০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০০ টাকা করার আর্জি জানিয়েছেন।
advertisement
advertisement
আরও পড়ুন : উদ্বোধন আজই, আলোক সজ্জিত ‘অটল সেতু’-র ছবি ট্যুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
view commentsএর পাশাপাশি তারা আরও একটি বিষয়ে আবেদন জানিয়েছেন । সেই বিষয়টি হল প্রতিবন্ধীদের জন্য একটি আলাদা ডেটাবেস পোর্টাল তৈরি করার । সেই পোর্টালের মাধ্যমে ভেরিফিকেশন প্রক্রিয়া চালিয়ে প্রতিবন্ধীদের কিউআর কোড যুক্ত ডিজিটাল সার্টিফিকেট প্রদান করা । এর কারণ হিসাবে তারা যা উল্লেখ করেছেন তা হল ভুয়ো প্রতিবন্ধী সার্টিফিকেট বন্ধ হবে ।
Location :
First Published :
August 27, 2022 4:13 PM IST