Viral : IndiGo Pilot : ছক ভেঙে মাতৃভাষা পঞ্জাবিতে উড়ান ঘোষণা, IndiGo পাইলটের কীর্তিতে আপ্লুত নেটদুনিয়া!

Last Updated:

Viral : IndiGo Pilot : প্রথা ভেঙে হিন্দি ইংরিজির বদলে তিনি মাতৃভাষা পঞ্জাবি ব্যবহার করলেন উড়ানে

তাঁর রসবোধ মুগ্ধ করে ফেলেছে যাত্রীদের
তাঁর রসবোধ মুগ্ধ করে ফেলেছে যাত্রীদের
‘ভাষা এমন কথা বলে বোঝে রে সকলে’— এ কথাই যেন আরও এক বার বুঝিয়ে দিলেন পঞ্জাবি পাইলট রাজদীপ সিং (Rajdeep Singh)। মাইক হাতে নিয়ে কথা বলে চলেছেন রাজদীপ, তাঁর ঠোঁটে অনর্গল ইংরিজি আর পঞ্জাবির মাশআপ (Mushup)। প্রথা ভেঙে হিন্দি ইংরিজির বদলে তিনি মাতৃভাষা পঞ্জাবি ব্যবহার করলেন উড়ানে। ততক্ষণে তাঁর রসবোধ মুগ্ধ করে ফেলেছে যাত্রীদের। সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে। আর বিমানযাত্রীদের বাইরে আম জনতাও আপ্লুত রাজদীপের ব্যবহারে।
নানা ভাষা, নানা মত, নানা পরিধানের দেশ ভারতবর্ষ ৷ অথচ, সরকারি বা প্রশাসনিক বেশির ভাগ কাজের ক্ষেত্রেই ব্যবহার করা হয় শুধু হিন্দি অথবা ইংরেজি। বিমান পরিষেবার ক্ষেত্রেও বেছে নেওয়া হয় এই দু’টি ভাষাই। কিন্তু সে পথের মোড় ঘুরিয়ে দিলেন IndiGo-র ক্যাপ্টেন রাজদীপ সিং। বিমান উড়ান শুরুর ঘোষণা দেওয়ার স্বাভাবিক নিয়মের বিপরীতে যেন এক নতুন ট্রেন্ড তৈরি করলেন তিনি। বেঙ্গালুরু (Bengaluru) থেকে চণ্ডীগড়ের (Chandigarh) দিকে যাওয়া বিমানের পাইলট হঠাৎই মাইক্রোফোনে পঞ্জাবি এবং ইংরেজির মিশ্রণে কথা বলতে শুরু করেন। প্রথমে খানিকটা চমকেই যান যাত্রীরা।
advertisement
একেবারে শুরুতে অবশ্য পাইলটের কণ্ঠে ইংরেজিই শোনা যায়। এর পরেই তিনি ভাষা পঞ্জাবিতে বদলে ফেলেন। তিনি যাত্রীদের বলেন, জয়পুর শীঘ্রই বাঁ দিকে এবং ভোপাল ডানদিকের যাত্রীদের কাছে পরিদৃশ্যমান হবে। কিন্তু যাঁরা মাঝের আসনে (Aisle Seat) আছেন, তাঁরা কেবল বাম বা ডান দিকে তাকাতে পারেন। বিমান চালকের গলার এমন সরস বাক্য শুনে যখন অবাক যাত্রীরা, ঠিক তখনই ফের রাজদীপ বলে ওঠেন, ‘এ থেকে আমরা কী শিখলাম? যখনই বিমানের টিকিট কাটবেন জানালার আসন বাছবেন।’
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন :  দুপুর ২:৩০-এ আঙুল ধ্বংসযন্ত্রের চূড়ান্ত বোতামে, তাসের ঘরের মতো লুটিয়ে পড়বে নয়ডার জোড়া মিনার, ভাঙনপর্বে ব্যয় ২০ কোটি
এই মুহূর্তটি কোনও যাত্রী তাঁর মোবাইলে রেকর্ড করেছিলেন। পরে তা ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। ক্যাপশনে লেখা হয়, ‘বেঙ্গালুরু-চণ্ডীগড় বিমানে যাত্রীদের জন্য ক্যাপ্টেনের পঞ্জাবি-ইংরিজিত মিশ্রিত টিপস’। ফ্লাইট ঘোষণার ভিডিওটি প্রথম অনলাইনে পোস্ট করার পর থেকে ৫০ হাজারেরও বেশি মানুষ তা দেখেছেন। অনেকেই এটি লাইক করেছেন ৷
advertisement
একজন লিখেছেন, ‘খুব সুন্দর সম্বোধন এবং পরিচালনা করা হয়েছে। আমি চাই আমরা ভারতের সমস্ত উড়ানে এ রকমই যেন দেখতে পাই।’ অন্য একজন বলেছেন, ‘পঞ্জাবি ভাষায় উষ্ণতার ছোঁয়া।’
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral : IndiGo Pilot : ছক ভেঙে মাতৃভাষা পঞ্জাবিতে উড়ান ঘোষণা, IndiGo পাইলটের কীর্তিতে আপ্লুত নেটদুনিয়া!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement