Noida Supertech Twin Towers' Demolition : দুপুর ২:৩০-এ আঙুল ধ্বংসযন্ত্রের চূড়ান্ত বোতামে, তাসের ঘরের মতো লুটিয়ে পড়বে নয়ডার জোড়া মিনার, ভাঙনপর্বে ব্যয় ২০ কোটি

Last Updated:

Noida Supertech Twin Towers' Demolition : সব মিলিয়ে ভাঙনকালে যে মোট ২০ কোটি টাকা খরচ হবে তার মধ্যে ৫ কোটি টাকা দেবে সুপার টেক সংস্থা ৷ বাকি ১৫ কোটি টাকা আসবে এর ধ্বংসাবশেষ বিক্রি করে ৷ অনুমান, সুপারটেরক টুইন টাওয়ার ভেঙে পাওয়া যাবে ৫৫ হাজার টন সামগ্রী ৷

নয়ডা : নয়ডার জোড়া মিনারকে ধুলোয় মিশিয়ে দিতে খরচ হবে প্রায় ২০ কোটি টাকা ৷ রবিবার ভেঙে ফেলা হবে এই সুপারটেক টুইন টাওয়ার্সকে ৷ মোট ৭.৫ লক্ষ বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত এই মিনার তৈরি করতে প্রতি বর্গফুট পিছু খরচ পড়েছিল ৯৩৩ টাকা ৷ সব মিলিয়ে নির্মাণ-ব্যয় পৌঁছেছিল প্রায় ৭০ কোটি টাকায় ৷ এ বার এর ধ্বংসপর্বও হতে চলেছে ব্যয়বহুল ৷ কারণ প্রচুর বিস্ফোরক, কর্মী এবং সরঞ্জাম দরকার এই পর্বেও ৷
এই জোড়া মিনারের নাম অ্যাপেক্স এবং কেয়ান ৷ এর মধ্যে প্রথমটির উচ্চতা ১০৩ মিটার ৷ দ্বিতীয় মিনার ৯৭ মিটার লম্বা ৷ নয়ডার সেক্টর ৯৩-এ এই নির্মাণ ধ্বংসে প্রতি বর্গফুট পিছু খরচ পড়বে ২৬৭ টাকা ৷ সব মিলিয়ে ভাঙনকালে যে মোট ২০ কোটি টাকা খরচ হবে তার মধ্যে ৫ কোটি টাকা দেবে সুপার টেক সংস্থা ৷ বাকি ১৫ কোটি টাকা আসবে এর ধ্বংসাবশেষ বিক্রি করে ৷ অনুমান, সুপারটেরক টুইন টাওয়ার ভেঙে পাওয়া যাবে ৫৫ হাজার টন সামগ্রী ৷ যার মধ্যে স্টিল থাকবে ৪ হাজার টন ৷
advertisement
এই মিনার ভেঙে ফেলার দায়িত্বে আছে এডিফাইস ইঞ্জিনিয়ারিং সংস্থা ৷ তাদের তরফে আরও ১০০ কোটি ধার্য করা হয়েছে বিমা হিসেবে ৷ যদি ভাঙতে গিয়ে টাওয়ার সংলগ্ন এলাকায় কোনও ক্ষয়ক্ষতি হয়, তার জন্য এই অর্থ ধরা হয়েছে ৷ মিনার ধ্বংসের জন্য ব্যবহার করা হবে ৩ হাজার ৭০০ কেজি বিস্ফোরক ৷ যা আনানো হয়েছে হরিয়ানার পলোয়াল থেকে ৷ বিস্ফোরকের মধ্যে আছে ডিনামাইট ও প্লাস্টিক বিস্ফোরক ৷
advertisement
advertisement
আরও পড়ুন : উদ্বোধন আজই, আলোক সজ্জিত ‘অটল সেতু’-র ছবি ট্যুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
এছাড়াও জোড়া মিনারকে ভূলুণ্ঠিত করার জন্য ব্যবহার করা হবে জলস্তম্ভের চাপকে ৷ জলস্তরের চাপে এই নির্মাণকে নিম্নমুখী করা হবে ৷ এর ফলে যে ৫৫ হাজার টন ইমারতি জিনিসের ধ্বংসাবশেষ থাকবে তা সরিয়ে নিয়ে যাওয়ার জন্য দরকার হবে ৩ হাজার ট্রাকের ৷ ইমারতি আবর্জনা স্থানান্তর করার জন্য সময় লাগতে পারে ৩ মাস সময় ৷ ভেঙে ফেলার পর্বে কাজ করবেন অন্ত ১০০ কর্মী ৷ বিখ্যাত ব্লাস্টার চেতন দত্তা রবিবার দুপুর ২ টো ৩০ মিনিটে আঙুল ছোঁয়াবেন ধ্বংসকারী যন্ত্রের চূড়ান্ত বোতামে ৷ ৯ সেকেন্ড সময় লাগবে জোড়া মিনারের তাসের ঘরের মতো ভেঙে পড়তে ৷
advertisement
আরও পড়ুন :  চুক্তি বাতিলের জের, ভারতীয় রেলের কাছে ক্ষতিপূরণ দাবি চিনা সংস্থার
সুপারটেক এমারেল্ড কোর্ট প্রজেক্টে মোট ৯১৫ ফ্ল্যাট ছিল ৷ তিন শয়নকক্ষ বিশিষ্ট প্রত্যেকটি ফ্ল্যাটের দাম নির্ধারণ করা হয়েছিল ১.১৩ কোটি টাকা ৷ এই প্রজেক্টে সংস্থার উপার্জন হত প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা ৷ ইতিমধ্যেই ৬৩৩ টি ফ্ল্যাট বুক করা হয়ে গিয়েছিল ৷ এ বার সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক ক্রেতাকে ১২ শতাংশ সুদ-সহ ক্রয়মূল্য ফেরত দিতে হবে ৷
advertisement
নিয়ম ভেঙে নির্মাণ করার দায়ে এই টুইন টাওয়ার ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ এই সুবিশাল নির্মাণ ভেঙে ফেলার সময় সংলগ্ন এলাকায় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে ৷ নেওয়া হয়েছে সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Noida Supertech Twin Towers' Demolition : দুপুর ২:৩০-এ আঙুল ধ্বংসযন্ত্রের চূড়ান্ত বোতামে, তাসের ঘরের মতো লুটিয়ে পড়বে নয়ডার জোড়া মিনার, ভাঙনপর্বে ব্যয় ২০ কোটি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement