Birbhum News: নানুরের পর সাঁইথিয়া থেকে উদ্ধার বিপুল অস্ত্র, ১০০ তাজা বোমা দেখে অবাক পুলিশ‌ও

Last Updated:

সাঁইথিয়া থেকে উদ্ধার হয়েছে ৪ টি আগ্নেয়াস্ত্র। যার মধ্যে ২ টি মাস্কেট ও ২ টি ওয়ান শার্টার। সেইসঙ্গে ৬ রাউন্ড গুলিও উদ্ধার করেছে পুলিশ।

+
title=

বীরভূম: নানুরের পর এবার সাঁইথিয়া ও সদাইপুর, বীরভূমের ফের উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও বোমা। রাতভর পুলিশি অভিযানে সাঁইথিয়া থেকে উদ্ধার হয়েছে ৪ টি আগ্নেয়াস্ত্র। যার মধ্যে ২ টি মাস্কেট ও ২ টি ওয়ান শার্টার। সেইসঙ্গে ৬ রাউন্ড গুলিও উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও পাওয়া গিয়েছে ২ কেজি গান পাউডার। এই গান পাউডার বোমা তৈরির কাজে ব্যাবহৃত হয়। সাঁইথিয়ার বহরাপুর, বলাইচন্ডী, ছোটো সৃজা এলাকা থেকে প্রায় ১০০ টি তাজা বোমাও উদ্ধার করেছে পুলিশ।
অন্যদিকে সদাইপুর থেকে উদ্ধার হয়েছে ১ টি আগ্নেয়াস্ত্র ও ৩০০ গ্রাম কমার্শিয়াল ব্রাউন সুগার। সাঁইথিয়া ও সদাইপুরের এই দুটি ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগের দিন নানুরের দুটি জায়গা থেকে উদ্ধার হয়েছিল ১০ টি বন্দুক ও ৩ ড্রাম ভর্তি তাজা বোমা। বীরভূমের নানান জায়গা থেকে বিপুল পরিমাণে বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় আতঙ্কে ভুগছে সাধারণ মানুষ।
advertisement
advertisement
বৃহস্পতিবার সন্ধেয় বীরভূমের ডিএসপি অয়ন সাধু ও সিউড়ির সিআই কিশোর সিনহা চৌধুরীর নেতৃত্বে সাঁইথিয়া থানার ওসি বন্ধন দেউঘড়িয়া ও থানার অন্যান্য পুলিশ অফিসারদের নিয়ে সাঁইথিয়ার বিভিন্ন এলাকায় অভিযান শুরু হয়। তাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ বোমা ও আগ্নেয়াস্ত্র। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য সিআইডি-র বোম্ব ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয়।
advertisement
যদিও পুলিশের পক্ষ থেকে জেলার মানুষকে আশ্বস্ত করে বলা হয়েছে, সমস্ত বেআইনি অস্ত্র বাজেয়াপ্ত করার বিষয়ে তৎপর আছেন তাঁরা। আগামী দিনে আরও এমন অভিযান চলবে।
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: নানুরের পর সাঁইথিয়া থেকে উদ্ধার বিপুল অস্ত্র, ১০০ তাজা বোমা দেখে অবাক পুলিশ‌ও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement