Coromandel Express Accident: মৃত্যুর মুখ থেকে ফিরে আসা! ভিনরাজ্যে আর কাজ করতে যেতে চান না পরিযায়ী শ্রমিকরা
- Reported by:SUBHADIP PAL
- news18 bangla
Last Updated:
Coromandel Express Accident: বর্তমানে শ্রমিকেরা সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন৷ আগামী দিনে আর সাহস করে ট্রেনে চড়তে সন্দিহান।
বীরভূম: গত ২ জুন বালাশোরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে৷ এই জেলার অনেকেই সেই দুর্ঘটনার কবলে পড়েছিলেন। অধিকাংশ মানুষই টাকা রোজগারের জন্য ভিন রাজ্যে যাচ্ছিলেন। কিন্তু তারই মাঝে এই মর্মান্তিক দুর্ঘটনা। তাতেই চোখে মুখে শঙ্কার ছাপ সমস্ত পরিযায়ী শ্রমিকদের। আগামী দিনে তাঁরা আর বাইরে কাজ করতে যেতে চান না। কিন্তু কাজ করতে না যেতে পারলে তাঁদের সংসার কী ভাবে চলবে, তা নিয়ে দুশ্চিন্তায় তাঁরা৷ তাই সরকারি সহায়তার আবেদন জানাচ্ছেন শ্রমিকরা।
সাঁইথিয়া থানা এলাকার আট জন চেন্নাই যাচ্ছিলেন রাজমিস্ত্রীর কাজের জন্য। করমণ্ডল এক্সপ্রেসে করে যাচ্ছিলেন তাঁরা। শ্রমিকরা জানান, বালাশোরে ট্রেন থেকে প্রচণ্ড শব্দ উঠতে শুরু করে। আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। এরপরেই দুর্ঘটনার কবলে পড়ে ট্রেন। তাঁরা কোনও ক্রমে জানালা দিয়ে ট্রেনের বাইরে বেরিয়ে আসেন৷ তাঁদের প্রত্যেকেই আহত হয়েছেন।
আরও পড়ুন-ঘূর্ণিঝড়ের তান্ডবে লন্ডভন্ড! ভাঙল একাধিক গাছ ও মাটির বাড়ি, বিরাট ক্ষয়ক্ষতিতে আতঙ্ক এলাকায়
advertisement
advertisement
বর্তমানে তাঁরা সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন৷ আগামী দিনে আর সাহস করে ট্রেনে চড়তে সন্দিহান। এখনও চোখ বন্ধ করলে ওই ভয়াবহ দৃশ্য চোখের সামনে ভাসছে তাঁদের। শ্রমিকদের কথায়, “আমরা আর বাইরে কাজ করতে যেতে চাই না।”
advertisement
তবে কেবল সাঁইথিয়ার আটজন নন। জেলায় যত পরিযায়ী শ্রমিক ওই দুর্ঘটনার কবলে পড়েছিলেন, তাঁদের প্রত্যেকের গলায় একই সুর শোনা যাচ্ছে।
শুভদীপ পাল
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 07, 2023 5:31 PM IST