Birbhum News: বাড়ির সার্ভে করতে গিয়ে চক্ষু চড়কগাছ আধিকারিকদের!

Last Updated:

মুখ্য সচিবের নির্দেশে কারা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের বাড়ি পাবেন তা নিয়ে শুরু হয়েছে সার্ভে। এই সার্ভে করতে গিয়েই শুক্রবার চক্ষু চড়কগাছ হল আধিকারিকদের। তারা এই সার্ভে করে সন্তুষ্ট নন বলে স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন।

+
title=

#বীরভূম : মুখ্য সচিবের নির্দেশে কারা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের বাড়ি পাবেন তা নিয়ে শুরু হয়েছে সার্ভে। এই সার্ভে করতে গিয়েই শুক্রবার চক্ষু চড়কগাছ হল আধিকারিকদের। তারা এই সার্ভে করে সন্তুষ্ট নন বলে স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন। শুক্রবার এমন ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি দু'নম্বর ব্লকের অন্তর্গত পুরন্দরপুর গ্রাম পঞ্চায়েতের নিজুরি এবং পিয়াশালা গ্রামে। সিউড়ি দু'নম্বর ব্লকের অন্তর্গত এই দুটি গ্রামে শুক্রবার সার্ভে করতে যান সিউড়ি দু'নম্বর ব্লকের জয়েন্ট বিডিও এবং এসডিও অফিসের আধিকারিকরা।
সেখানে সার্ভে করার সময় দেখা যায় বহু মানুষের নাম রয়েছে এই প্রকল্পের আওতায় যাদের অধিকাংশের পাকা বাড়ি রয়েছে অথবা প্রকল্পের শর্ত অনুযায়ী তাদের নাম থাকা উচিত নয়। এমনটা দেখেই একেবারে অসন্তুষ্ট হয়ে যান জয়েন্ট বিডিও এবং অন্যান্য আধিকারিকরা। পাশাপাশি তারা স্পষ্টভাবেই জানিয়ে দেন, পঞ্চায়েতের তরফ থেকে দেওয়া তালিকা অনুযায়ী তারা এই সার্ভে করছেন। সেই পঞ্চায়েতের তথ্য খুব সন্তোষজনক নয়।
advertisement
আরও পড়ুনঃ সাইকেল চালিয়ে মহঃবাজারে শুট আউটের ঘটনায় ধৃত তিন
আধিকারিকদের এই মন্তব্যের পরেই দড়ি টানাটানি শুরু হয়েছে পঞ্চায়েত এবং সরকারি আধিকারিকদের মধ্যে। পঞ্চায়েতের তরফ থেকে দাবি করা হয়েছে, আগে সরকারি কর্মীরাই সার্ভে করে এই সকল মানুষদের নাম প্রকল্পের আওতায় এনেছিলেন। তারপর তারা যে তালিকা তৈরি করেছিলেন সেই তালিকা অনুযায়ী পঞ্চায়েতের তরফ থেকে কেবলমাত্র প্রয়োজনীয় কাগজপত্র করে প্রকল্পের সুবিধা পেতে সুযোগ করে দেওয়া হয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ আদালতের রায়, তারপরেও ভর্তি হতে পারছেন না বিশ্বভারতীর পড়ুয়া!
অন্যদিকে যাদের প্রকল্পের আওতায় নাম রয়েছে এবং সেই নাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আধিকারিকরা তাদের তরফ থেকে অনেকেই দাবি করেছেন, তারা আলাদা বাড়িতে থাকেন এবং তাদের বাড়ির কাঁচা। যে বাড়ি দেখে এমন অসন্তোষ প্রকাশ করা হয় সেই বাড়ি তাদের আত্মীয়র।
advertisement
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: বাড়ির সার্ভে করতে গিয়ে চক্ষু চড়কগাছ আধিকারিকদের!
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement