Birbhum News: সাইকেল চালিয়ে মহঃবাজারে শুট আউটের ঘটনায় ধৃত তিন

Last Updated:

গত সোমবার বীরভূমের মহম্মদ বাজার থানা এলাকার হাবরা পাহাড়ি গ্রামে এক অপরিচিত ব্যক্তির হাতে গুলিবিদ্ধ হয়ে খুন হন ধনু শেখ এবং ধনা হাঁসদা নামে দু'জন। ধনু শেখ খাদানে কর্মরত এক ব্যক্তি এবং ধনা হাঁসদা শিক্ষক।

#বীরভূম : গত সোমবার বীরভূমের মহম্মদ বাজার থানা এলাকার হাবরা পাহাড়ি গ্রামে এক অপরিচিত ব্যক্তির হাতে গুলিবিদ্ধ হয়ে খুন হন ধনু শেখ এবং ধনা হাঁসদা নামে দু'জন। ধনু শেখ খাদানে কর্মরত এক ব্যক্তি এবং ধনা হাঁসদা শিক্ষক। ঘটনার দিনই মৃত্যু হয় ধনু শেখের এবং পর দিন বর্ধমানের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ধনা হাঁসদার। ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় বাসিন্দারা দাবি করেছিলেন, যে ব্যক্তি এমন গুলি চালিয়ে ছিলেন ওই ব্যক্তি এলাকায় অপরিচিত এবং ওই ব্যক্তি সাইকেল নিয়ে এলাকায় এসেছিলেন।
গুলি চালানোর এই ঘটনায় তদন্তে নেমে অবশেষে তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হল। বৃহস্পতিবার রাতে মহম্মদবাজার থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতার করার পর তাদের শুক্রবার সিউড়ি জেলা আদালতে তোলা হলে পুলিশের তরফ থেকে ১৪ দিনের পুলিশি হেফাজত চাওয়া হয় এবং বিচারক তাদের ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশের তরফ থেকে গ্রেফতার করা ব্যক্তিরা হলেন অশোক বাউরি, কাজল বাউরি এবং কুমুল বাউরী।
advertisement
আরও পড়ুনঃ জাতীয় মহিলা ফুটবল দলকে ছাড়তে হল মাঠ! কারণটা কি?
আইনজীবী সূত্রে জানা যাচ্ছে ধৃত এই তিনজনকে বৃহস্পতিবার দুবরাজপুরের পাওয়ার হাউস মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। গুলি করে খুনের এই ঘটনায় হাবরা পাহাড়ি গ্রামের জনৈক এক মহিলা থানায় অভিযোগ করে জানান, ঘটনার দিন অপরিচিত এক ব্যক্তি তাদের বাড়িতে এসে থাকতে চান।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ন্যায্য মূল্যের ধান বিক্রিতে কারচুপি! হুলুস্থুল কান্ড বোলপুরে
এরপর ওই মহিলার দাদা তাকে স্থানীয় ক্লাবে নিয়ে যান এবং পরে ভাই ধনা হাঁসদা এসে জিজ্ঞাসাবাদ করে তাকে সাইকেল নিয়ে চলে যেতে বলেন। তবে এরপরেও ওই অপরিচিত ব্যক্তি থাকার জন্য জেদ করেন এবং বচসা বাঁধে। সেই সময়ই হঠাৎ ওই অপরিচিত ব্যক্তি পকেট থেকে বন্দুক বের করে গুলি চালায় এবং সেই গুলিতেই মৃত্যু হয় ধনু শেখ এবং ধনা হাঁসদার।
advertisement
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: সাইকেল চালিয়ে মহঃবাজারে শুট আউটের ঘটনায় ধৃত তিন
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement