Birbhum News: জাতীয় মহিলা ফুটবল দলকে ছাড়তে হল মাঠ! কারণটা কি?
- Published by:Soumabrata Ghosh
- hyperlocal
Last Updated:
বাংলার অনূর্ধ্ব ১৯ মহিলা ফুটবল দলের প্রস্তুতির মাঠ ঘিরে শুরু হল বিতর্ক। এই অনূর্ধ্ব ১৯ মহিলা দল তাদের প্রস্তুতি সাড়ার জন্য বোলপুরের ডাক বাংলো স্টেডিয়াম নিয়েছিল আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত। প্রথম দফায় প্রস্তুতির জন্য ১০ ডিসেম্বর পর্যন্ত মাঠ নিলেও পরবর্তীতে তা ১৩ তারিখ পর্যন্ত নেওয়া হয়।
#বীরভূম : বাংলার অনূর্ধ্ব ১৯ মহিলা ফুটবল দলের প্রস্তুতির মাঠ ঘিরে শুরু হল বিতর্ক। এই অনূর্ধ্ব ১৯ মহিলা দল তাদের প্রস্তুতি সাড়ার জন্য বোলপুরের ডাক বাংলো স্টেডিয়াম নিয়েছিল আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত। প্রথম দফায় প্রস্তুতির জন্য ১০ ডিসেম্বর পর্যন্ত মাঠ নিলেও পরবর্তীতে তা ১৩ তারিখ পর্যন্ত নেওয়া হয়। কারণ ১৭ ডিসেম্বর অন্ধ্রপ্রদেশের বিজয়নগরে শুরু হচ্ছে অনূর্ধ্ব ১৯ জাতীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাতেই বাংলার হয়ে এই দলটি প্রতিনিধিত্ব করবে।
কিন্তু দেখা যায় নির্ধারিত সেই দিন শেষ হওয়ার আগেই সেই মাঠ ছাড়তে বলা হয় তাদের। কিন্তু কেন সেই মাঠ ছাড়তে বলা হল তা নিয়েই উঠছে প্রশ্ন। প্রশ্ন ওঠার মূলে রয়েছে পৌষ মেলা। কারণ এখানেই বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে বিকল্প পৌষ মেলার আয়োজন করা হচ্ছে। প্রশ্ন উঠছে তাহলে কি পৌষ মেলার প্রস্তুতির জন্যই এই মাঠ ছাড়তে বলা হয়েছে তাদের!
advertisement
আরও পড়ুনঃ সাইকেল চালিয়ে মহঃবাজারে শুট আউটের ঘটনায় ধৃত তিন
বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হলে ক্রীড়া সংস্থার তরফ থেকে দাবি করা হচ্ছে, মাঠটি খেলার উপযুক্ত নয়। এখানে প্রস্তুতি নেওয়ার সময় খেলোয়াড়রা চোট পেতে পারেন। জাতীয় স্তরের খেলার আগে যদি কোন খেলোয়াড় চোট পান তাহলে সমস্যায় পড়তে হবে দলকে। যে কারণে তাদের উপযুক্ত খেলার মাঠ হিসেবে বাঁধগড়া মাঠ তাদের দেওয়া হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ন্যায্য মূল্যের ধান বিক্রিতে কারচুপি! হুলুস্থুল কান্ড বোলপুরে
তবে প্রশ্ন হল যদি এই মাঠের অবস্থা খারাপ থেকে থাকে তাহলে কেন সেই খারাপ মাঠ প্রস্তুতির জন্য দেওয়া হয়েছিল জাতীয় স্তরে খেলতে যাওয়া খেলোয়াড়দের। যে কয়েকদিন তারা এই মাঠে প্র্যাকটিস বা অনুশীলন নিলেন সেই দিনগুলিতেও তো তারা কেউ চোট পেতে পারতেন। কারণ যাই দেখানো হোক না কেন মনে করা হচ্ছে মেলা হবে বলেই মাঠ ছাড়তে হয়েছে ওই অনূর্ধ্ব ১৯ মহিলা দলের খেলোয়াড়দের।
advertisement
Madhab Das
Location :
First Published :
December 09, 2022 7:26 PM IST