বাঁকুড়া: বৈশাখ মাস পড়তেই বাঁকুড়ায় তীব্র জলকষ্ট দেখা দিয়েছে। এই জেলায় জলস্তর অনেক নিচে নেমে যাওয়ায় বহু জায়গায় নলকূপ থেকেও জল পড়ে না। তবে টাইম কল বা ট্যাপ ওয়াটার যে এলাকাগুলিতে আছে সেখানে জলের সঙ্কট অনেকটাই কম।
আরও পড়ুন: বিধাননগর গোল্ডকাপের জমকালো উদ্বোধন
অমরুত প্রকল্পের মাধ্যমে ডিভিসির পানীয় জল পৌঁছে যাচ্ছে বাঁকুড়া শহরের ২৪ টি ওয়ার্ডে। কিন্তু এই প্রকল্পের সুবিধে এতদিন পাচ্ছিলেন না ১৩, ১৪, ১৫, ২২ ও ২৪ নম্বর ওয়ার্ডের মানুষ। মাঝখানে রেলগেট থাকায় এবং ফ্লাইওভারের কাজ চলায় এই সুবিধে ওই সকল ওয়ার্ডের মানুষের কাছে পৌঁছতে বাধাপ্রাপ্ত হচ্ছিল। মাটি খনন করে বসানো যাচ্ছিল না জলের পাইপ। সূত্রের খবর, ইতিমধ্যেই সেই সঙ্কট কাটতে চলেছে। জলের পাইপ বসানোর কাজ শুরু হয়েছে। তা দ্রুত রেল ফটকের কাছে পৌঁছে যাবে।
শেষ পর্যন্ত সমস্যা মেটায় বাঁকুড়া শহরের অন্যান্য ওয়ার্ডের মত বাকি পাঁচটি ওয়ার্ডের বাসিন্দারা এবার ট্যাপ কলের জল পাবেন। এর ফলে বাঁকুড়া শহরে অন্তত গরমেও জল সঙ্কট থাকবে না বলে মনে করা হচ্ছে। এই ঘটনা জানতে পেরে খুশি বাঁকুড়াবাসী। তাঁরা চাইছেন দ্রুত এই সমস্যার সমাধান হোক।
নীলাঞ্জন ব্যানার্জি
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।