উত্তর ২৪ পরগনা: আলোর ঝলকানি, লেজার শো, ঢাকের আওয়াজ, উৎসাহী ক্রীড়াপ্রেমীদের হট্টগোলে মেতে উঠল সল্টলেকের জিডি ব্লকের মাঠ। শুরু হল দ্বিতীয় বর্ষের গোল্ডকাপ টুর্নামেন্ট। উদ্বোধন করলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। উপস্থিত ছিলেন প্রাক্তন তারকা ফুটবলার ব্যারেটো, বিধায়ক মদন মিত্র, মন্ত্রী অরূপ বিশ্বাস, শশী পাঁজা, রথীন ঘোষ, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী সহ বহু বিশিষ্টজন।
আরও পড়ুন: সিসিটিভি ক্যামেরা খারাপ হতেই জয়নগরে পরপর বাইক, সাইকেল চুরি
বিধাননগর গোল্ডকাপের উদ্বোধন করে দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, ফুটবল খেলোয়াড়দের উৎসাহ দিতেই এই উদ্যোগ। এই টুর্নামেন্টের মধ্য দিয়ে আগামী দিনের তারকা ফুটবলার উঠে আসতে পারে বলেও জানান তিনি। এই ফুটবল টুর্নামেন্টের চোখ ধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠানে পাশাপাশি এক মঞ্চে পাওয়া গেল অসংখ্য তারকাকে।
বিধাননগর গোল্ডকাপে ৩২ টি টিম দশটি মাঠে পরস্পরের মুখোমুখি হবে। নক আউট পদ্ধতিতে এই প্রতিযোগিতা চলবে ১৪ মে পর্যন্ত। টুর্নামেন্টকে আকর্ষণীয় করে তুলতে খেলার মাঝে নানা বিনোদনের বন্দোবস্ত থাকছে। টুর্নামেন্ট শেষে জয়ী দলের হাতে তুলে দেওয়া হবে আর্থিক পুরস্কার। শুধু তাই নয়, পুরস্কারেও থাকছে চমক। ম্যান অফ দ্যা সিরিজ পাবেন লক্ষাধিক টাকার বাইক। এছাড়াও ম্যান অফ দ্যা ম্যাচ, বেস্ট গোলকিপার সহ নানা বিভাগে থাকছে বিশেষ পুরস্কার। প্রতিটি দলে সাত জন করে খেলোয়াড় থাকবে। দলে দু’জন করে বিদেশি খেলোয়াড়ও থাকবে বলে জানা গিয়েছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকেই ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা গেল ফুটবলপ্রেমীদের মধ্যে।
রুদ্রনারায়ণ রায়
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Football, Football Tournament