Bankura News: ৭ দিন পর শিক্ষক দিবস পালন! কারণ জানলে অবাক হবেন
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
৫ সেপ্টেম্বর সারা দেশজুড়ে শিক্ষক দিবস পালিত হলেও বাঁকুড়ার এই স্কুলে সাত দিন পর মিড ডে মিলের কর্মীরা আয়োজন করলেন শিক্ষক দিবসের অনুষ্ঠানের
বাঁকুড়া: ছাত্র-ছাত্রীরা নয়, মিড ডে মিল কর্মীরা এক সপ্তাহ পর কোমড় বেঁধে পালন করলেন শিক্ষক দিবস। কেন এই বিলম্ব তার কারণ জানলে অবাক হবেন।
সব জায়গায় শিক্ষক দিবস পালিত হয়েছে ৫ সেপ্টেম্বর। এরপর পেরিয়ে গেছে সাতটা দিন। কিন্তু বিশেষ এক কারণে ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয়নি বাঁকুড়ার সোনামুখীর বি জে হাইস্কুলে। জানানো হয়নি প্রধান শিক্ষক এবং দিদিমণিকে শিক্ষক দিবসের শ্রদ্ধা। কারণ ৫ সেপ্টেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়েন মিড ডে মিলের এক কর্মী। তাঁর অনুপস্থিতির কারণে গোটা স্কুলজুড়ে সেদিন পালন করা হয়নি শিক্ষক দিবস। এদিন হঠাৎই বি জে হাই স্কুলের মিড ডে মিলের কর্মীরা দলবেঁধে চমকে দিলেন স্কুলের শিক্ষকদের। প্রধান শিক্ষক ও এক দিদিমনিকে জানানো হল শিক্ষক দিবসের শ্রদ্ধা।
advertisement
advertisement
যখন গোটা দেশজুড়ে ধুম ধাম করে পালিত হয় শিক্ষক দিবস সেখানে এই শিক্ষক দিবস একেবারে আড়ম্বরহীন কিন্তু আন্তরিক এক আয়োজন। মিড ডে মিলের মহিলাকর্মীরা যতটুকু পেরেছেন তাঁদের সাধ্যমত আয়োজন করেছেন। প্রায় ১৮-১৯ বছর ধরে মিড ডে কর্মীরা এই বিদ্যালয়ে শিক্ষক দিবসের আয়োজন করে আসছেন। সব সময় তাঁদের পাশে থাকেন প্রধান শিক্ষক। ফলে প্রধান শিক্ষকের প্রতি অগাধ শ্রদ্ধাই এই অলিখিত শিক্ষক দিবসের কারণ, তাও আবার মিড ডে মিল কর্মীদের আয়োজন করা। আবেগঘন প্রধান শিক্ষক জানান , আমরা শিক্ষক, শিক্ষার্থীরা এবং মিড ডে মিলের কর্মীরা সবাই মিলে একটা পরিবার।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
Location :
Kolkata,West Bengal
First Published :
September 12, 2023 11:52 AM IST