Mamata Banerjee: কেন স্পেনকেই বাছলেন মুখ্যমন্ত্রী! বিদেশ সফরের আগে কারণ স্পষ্ট করলেন মমতা
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Mamata Banerjee: লগ্নি আনার লক্ষ্যেই মুখ্যমন্ত্রীর বিদেশ সফর বলে জানা গিয়েছে। আগামী ২৩ তারিখ ফিরে আসার কথা মুখ্যমন্ত্রীর
কলকাতা: দুবাইয়ের উদ্দেশ্য রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুবাই পৌঁছে সেখানে প্রবাসীদের সঙ্গে বৈঠক করার কথা আছে তাঁর। তারপরে সেখান থেকে রওনা দেবেন স্পেনের উদ্দেশ্য। লগ্নি আনার লক্ষ্যেই মুখ্যমন্ত্রীর বিদেশ সফর বলে জানা গিয়েছে। আগামী ২৩ তারিখ ফিরে আসার কথা মুখ্যমন্ত্রীর।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “স্পেন আমাদের বইমেলায় এসেছিল। ওখানে নির্মাণ শিল্প এবং অন্যান্য ইন্ড্রাস্ট্রি ভাল আছে। তাদের আমন্ত্রণে আমরা যাচ্ছি। দেখা যাক, কী কী হতে পারে। ওরা বারবার আসে, আমরা যাই না। সেই জন্য এই ছোট্ট দেশটাকে বেছে নিয়েছি। প্রদীপ জ্বালানোর আগে তোমাকে তো প্রদীপে তেল-সলতে টা দিতে হবে। দেখা যাক কী হয়। সৌরভ যাচ্ছেন মাদ্রিদে। মোহনবাগান-ইস্টবেঙ্গল-মহামেডানের একজন করে প্রতিনিধি যাচ্ছেন।”
advertisement
advertisement
অন্যদিকে, রাজ্যে বিনিয়োগ টানার জন্য বৈঠকের পাশাপাশি স্পেন সফরে গিয়ে রাজ্যের খেলাধূলার প্রসারের জন্যও উদ্যোগী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ার তেভাজের সঙ্গেও বৈঠক করবেন তিনি। সূত্রের খবর, বাংলার ফুটবলের উন্নতির জন্য লা লিগার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের একটি ‘মউ’ সাক্ষরিত হতে পারে। মমতার সঙ্গে ওই বৈঠকে থাকার কথা কলকাতার তিন প্রধানের- ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডানের কর্তারা।
advertisement
মোহনবাগানের দেবাশীষ দত্ত, ইস্টবেঙ্গলের প্রণব দাশগুপ্ত, ও মহমেডানের ইশতিয়াক আহমেদ হাজির থাকবেন বৈঠকে। উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। বৈঠকে উপস্থিত থাকতেই সৌরভ লন্ডন থেকে মাদ্রিদে আসবেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 12, 2023 11:22 AM IST