Indian Railways: সেপ্টেম্বরের শেষেই ভারতীয় রেলে উৎসবের মরশুম! দার্জিলিং মেল,পদাতিক এক্সপ্রেসে বড় খবর  

Last Updated:

Indian Railways: উৎসবের মরসুম শুরু হতেই ট্রেনের টিকিটের চাহিদা তুঙ্গে। চাহিদা বুঝলে, বাড়তে পারে স্পেশাল ট্রেনের সংখ্যা। 

উৎসবের মরসুম
উৎসবের মরসুম
কলকাতা: উৎসবের মরসুম শুরু হতেই ট্রেনের টিকিটের চাহিদা তুঙ্গে। অল্প কয়েকদিনের ছুটি পেলেই তাই বেড়াতে যাওয়ার পাল্লা ভারী বাঙালির৷ আর তাই চলতি মাসের শেষেই ট্রেনের টিকিটের চাহিদা একেবারে তুঙ্গে।
বাঙালির প্রিয় দীপুদা’য় তাই এবার জমজমাট ভিড়, সৌজন্যে রেল, এমনটাই বলছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র৷ তবে চাহিদা মেনে আরও স্পেশাল ট্রেন উৎসবের মরসুমে চলতে পারে।
রেলের বুকিং অফিসের তথ্য বলছে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর অবধি পর্যটকদের প্রিয় জায়গায় যাওয়ার সব ট্রেনের টিকিট ফুল। ২৮ তারিখ ইদের ছুটি৷ আর দোসরা অক্টোবর গান্ধি জয়ন্তীর ছুটি৷ আর এই ছয় দিনের ছুটিতেই বাজিমাত রেলের।
advertisement
advertisement
১২৩৪৩ দার্জিলিং মেল ও ১২৩৭৭ পদাতিক এক্সপ্রেস আগামী ২৭ ও ২৮ সেপ্টেম্বর উভয় দিনেই সব আসনের সিট বুকিং হয়ে আছে। হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের রিপোর্ট বলছে, দীর্ঘ সপ্তাহান্তে রেলওয়ে টিকিটের চাহিদা তুঙ্গে।
advertisement
যদি আপনি সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহের থেকে শুরু করে ২ অক্টোবর ২০২৩ অবধি টানা ছুটির সুবাদে ট্রেনে ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আপনার টিকিট বুক করুন, কারণ আগাম বুকিং দ্রুতগতিতে চলছে৷ ভ্রমণকারীরা ২৮.৯.২৩ তারিখে ইদের ছুটি থেকে ০২.১০.২৩ তারিখে গান্ধি জয়ন্তী পর্যন্ত লং উইকেন্ডে সপ্তাহান্তে বাড়ি যাচ্ছেন বা অবসর কাটানোর পরিকল্পনা করছেন৷ এবার তাঁদের জন্য সুখবর। তবে সময় অল্প। তাই দ্রুত করতে হবে বুকিং।
advertisement
বাঙালি ভ্রমণপ্রিয়। খাবার এবং ভ্রমণের সঙ্গে জড়িত তাদের আবেগের জন্য পরিচিত এই জাতি। এবং তাদের খ্যাতি অবিসংবাদিত রাখার জন্য তারা ২৯.০৯.২৩ তারিখে একটি মাত্র  ছুটি ব্যয় করে দীর্ঘ সপ্তাহান্তে (২৮.০৯.২৩ থেকে ০২.১০.২৩) নিজেদের একটি একটি সুন্দর ভ্রমণ অভিজ্ঞতা উপহার দিতে চাইবেন ৷
advertisement
২৭ এবং ২৮ সেপ্টেম্বর নিউ জলপাইগুড়ি পর্যন্ত দূরপাল্লার ট্রেনগুলির আসন সংরক্ষণের পরিসংখ্যান (প্রধানত 12343 দার্জিলিং মেল এবং 12377 পদাতিক এক্সপ্রেসে) মোট ৪৭৯ ওয়েটিং লিস্ট (সমস্ত শ্রেণী-সহ) ৷
কৌশিক মিত্র, ইস্টার্ন রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক বলেন, “ভারতীয় রেল চায় যাতে যাত্রীরা ২ অক্টোবর পর্যন্ত সপ্তাহান্তে ছুটির দিনে তাদের পছন্দসই জায়গায় ভ্রমণের জন্য তাদের যাত্রা উপভোগ করতে পারেন। পূর্ব রেলের যাত্রীদের ভ্রমণের অভিজ্ঞতার উন্নতির জন্য চব্বিশ ঘণ্টা কঠোর পরিশ্রম করছে”৷ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র আরও জানিয়েছেন, “রেলের তরফে সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। যাতে সবাই আরাম করে, নিশ্চিন্তে নিজেদের পছন্দের জায়গায় যাত্রা করতে পারেন।”
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railways: সেপ্টেম্বরের শেষেই ভারতীয় রেলে উৎসবের মরশুম! দার্জিলিং মেল,পদাতিক এক্সপ্রেসে বড় খবর  
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement