Mamata Banerjee Abhishek Banerjee: কথা দিয়েছিলেন অভিষেক, ঘোষণা করে দিলেন মমতা! ধূপগুড়ির জন্য বিরাট আনন্দ সংবাদ

Last Updated:

Mamata Banerjee Abhishek Banerjee: জলপাইগুড়ির ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে ২০২১-এর ভোটে জিতেছিল বিজেপি। কিন্তু বিধায়কের মৃত্যুর পর এবার উপনির্বাচন হয় সেখানে।

ধূপগুড়িকে মহকুমা ঘোষণা
ধূপগুড়িকে মহকুমা ঘোষণা
কলকাতা: ধূপগুড়ি উপনির্বাচনের শেষ লগ্নে মহকুমা হবে বলে ঘোষণা করে তৃণমূলের পালে হাওয়া টেনে নিয়েছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই ঘোষণার পরেই ধূপগুড়ি উপনির্বাচনে হারা আসন নিজেদের দখলে নেয় তৃণমূল। রাজনৈতিক মহলের মতে, ধূপগুড়িতে মহকুমা করা হবে, অভিষেকের এই ঘোষণাতেই বাজিমাত করে রাজ্যের শাসক দল। এবার অভিষেকের দেওয়া সেই প্রতিশ্রুতি রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে বসে ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করলেন তিনি।
এদিন নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মমতা বলেন,’ ধূপগুড়ি, বানারহাটের কিছুটা অঞ্চল নিয়ে ধূপগুড়ি মহকুমা হচ্ছে। প্রক্রিয়া চলছে। ফিরে এসে যা করার, করে দেব’।
advertisement
জলপাইগুড়ির ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে ২০২১-এর ভোটে জিতেছিল বিজেপি। কিন্তু বিধায়কের মৃত্যুর পর এবার উপনির্বাচন হয় সেখানে। সেই উপনির্বাচনেই ৪৩৮৩ ভোটে জিতেছেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রটি গিয়েছিল বিজেপি দখলে। প্রথমবার ভোটে দাঁড়িয়েই বিধায়ক নির্বাচিত হয়েছিলেন বিষ্ণুপদ রায়। ২৫ জুলাই প্রয়াত হন তিনি। উপনির্বাচনে এবার ওই আসনটি হাতছাড়া হয়ে গেল গেরুয়া শিবিরের।
advertisement
ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারে গিয়ে স্থানীয়দের দাবি মেনে নতুন মহকুমা তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা গঠন হবে। এর পরই বিজেপির দখলে থাকা আসনটি ৪০০০ এর বেশি ভোটে ছিনিয়ে নেয় তৃণমূল। তার পর থেকেই আনুষ্ঠানিকভাবে মহকুমা গঠনের প্রক্রিয়া কবে থেকে শুরু হবে সে ব্যাপারে উৎসাহী হয়ে ওঠেন স্থানীয়রা। যদিও সেই অপেক্ষা দীর্ঘায়িত করলেন না মুখ্যমন্ত্রী।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee Abhishek Banerjee: কথা দিয়েছিলেন অভিষেক, ঘোষণা করে দিলেন মমতা! ধূপগুড়ির জন্য বিরাট আনন্দ সংবাদ
Next Article
advertisement
Kolkata Waterlogged: ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
  • ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায় !

  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

  • বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?

VIEW MORE
advertisement
advertisement