Digha Mandarmoni: সকাল হতেই মন্দারমণির বিচে মিলল অর্ধনগ্ন যুবতীর লাশ! ভয়ঙ্কর দাবি স্থানীয়দের

Last Updated:

Digha Mandarmoni: স্থানীয়রা বলছেন, যুবতীকে খুন করে এখানে ফেলে দেওয়া হয়েছে। ওই যুবতীর পরিচয় এখনও জানা যায়নি।

ভয়ঙ্কর ঘটনা মন্দারমণিতে
ভয়ঙ্কর ঘটনা মন্দারমণিতে
মন্দারমণি: মন্দারমণি সি-বিচে যুবতীর অর্ধনগ্ন মৃত দেহ উদ্ধার। স্থানীয়দের ধারনা খুন করে মৃতদেহ ফেলে দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার মন্দারমণি কোস্টাল থানার অধীন চাঁদপুর এলাকায় বিচের ধারে এক অজ্ঞাত পরিচয় যুবতীর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হয়।
স্থানীয়রা বলছেন, যুবতীকে খুন করে এখানে ফেলে দেওয়া হয়েছে। ওই যুবতীর পরিচয় এখনও জানা যায়নি। সকালে বোতল কুড়োতে এসে বিচে মৃতদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পাথরের উপরে অর্ধনগ্ন মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা।
advertisement
দিঘা মন্দারমণি কোস্টাল থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। মহিলার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। কীভাবে যুবতীর মৃতদেহ সেখানে এল, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে কিনা, মহিলার পরিচয় কী, পর্যটক কিনা সমস্ত বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
এ বিষয়ে পুলিশের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মৃত অর্ধনগ্ন অবস্থায় দেখে স্থানীয়রা বলছেন, যুবতীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। রাতে ওই এলাকা অন্ধকার এবং পুলিশি নিরাপত্তা খুবই কম থাকে। কারা পুলিশি নিরাপত্তা এবং স্ট্রিট লাইটের দাবি করছেন স্থানীয়রা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha Mandarmoni: সকাল হতেই মন্দারমণির বিচে মিলল অর্ধনগ্ন যুবতীর লাশ! ভয়ঙ্কর দাবি স্থানীয়দের
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement