Anubrata Mondal: আর মাত্র ৮ দিন! 'সব' চলে যাচ্ছে দিল্লি, অনুব্রত মণ্ডলের কোনও আবেদনেই কাজ হল না!
- Published by:Suman Biswas
- local18
Last Updated:
Anubrata Mondal: ৬ সেপ্টেম্বর বুধবার আসানসোল বিশেষ সিবিআই আদালতে অনুব্রত মণ্ডলের মামলা দিল্লিতে স্থানান্তরিত করার জন্য রায়দান হয়েছিল।
আসানসোল: গরু পাচার কাণ্ডে সিবিআইয়ের করা মামলা সংক্রান্ত সমস্ত নথি আসানসোল সিবিআই আদালত থেকে ১১ সেপ্টেম্বরের পরিবর্তে ১৯ সেপ্টেম্বর নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন বিচারক রাজেশ চক্রবর্তী। জি-২০ সম্মেলন দিল্লিতে হচ্ছিল বলে ইডি দিল্লিতে কোনও কাজ সেভাবে করে উঠতে পারেনি। সেজন্য তারা আবেদন করেছিল। তাদের আবেদনের ভিত্তিতেই এই নির্দেশ দিলেন বিচারক রাজেশ চক্রবর্তী।
৬ সেপ্টেম্বর বুধবার আসানসোল বিশেষ সিবিআই আদালতে অনুব্রত মণ্ডলের মামলা দিল্লিতে স্থানান্তরিত করার জন্য রায়দান হয়েছিল। সেদিন বলা হয়েছিল ১১ সেপ্টেম্বরের মধ্যে অনুব্রত মণ্ডলের যাবতীয় তথ্য যা, আসানসোল আদালতে রয়েছে তা দিল্লিতে স্থানান্তরিত করা হবে। কিন্তু জি-২০ সম্মেলন দিল্লিতে হওয়ার জন্য দিল্লির কোনও কাজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট করতে পারেনি।
advertisement
advertisement
সেই জন্য তারা আসানসোল বিশেষ সিবিআই আদালতকে আবেদন করে, সাত দিন তাদের সময় দেওয়া হোক। দিল্লিতে সমস্ত ফাইল নিয়ে যাওয়ার জন্য। সেই আবেদনের ভিত্তিতে আসানসোল বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী চলতি মাসের ১৯ তারিখ সমস্ত ফাইল দিল্লিতে নিয়ে যাওয়ার নির্দেশ দেন।
advertisement
অর্থাৎ গরু পাচার কাণ্ডের যে কোনও রকম শুনানি আর আসানসোল আদালতে হবে না। সব শুনানি দিল্লির রাউস এভিনিউ আদালতে হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 11, 2023 1:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal: আর মাত্র ৮ দিন! 'সব' চলে যাচ্ছে দিল্লি, অনুব্রত মণ্ডলের কোনও আবেদনেই কাজ হল না!