বাঁকুড়া: বহু প্রতীক্ষিত বাঁকুড়া জংশন স্টেশনের লিফট পরিষেবার উদ্বোধন হল বুধবার। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার এই লিফট পরিষেবার উদ্বোধন করেন। এই অনুষ্ঠানেই বাঁকুড়াবাসীর জন্য একাধিক সুখবর ঘোষণা করেন তিনি।
মন্ত্রী জানান, খুব তাড়াতাড়ি আদ্রা ডিভিশনের বাঁকুড়া এবং বিষ্ণুপুর স্টেশন ছাড়াও একাধিক স্টেশনে বসবে চলমান সিঁড়ি বা এস্ক্যালেটর। শুধু তাই নয়, বাঁকুড়া থেকে হাওড়া যেতে এবার শ্রম এবং সময় দুটোই বেঁচে যাবে জেলাবাসীর।, এমনটাই জানান সুভাষ সরকার। বাঁকুড়া স্টেশনের লিফট পরিষেবা উদ্বোধন অনুষ্ঠানে সুভাষ সরকার ছাড়াও উপস্থিত ছিলেন রেলের আদ্রা ডিভিশনের ডিআরএম মনিশ কুমার সহ আরও অন্যান্য বিশিষ্টজনেরা।
আরও পড়ুন: স্কুলের পিছনের জমিতে পড়ে সরকারি লোগো দেওয়া ১০ বস্তা চাল
কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার জানান, অমৃত ভারত প্রকল্পে গোটা রাজ্যের মধ্যে বাঁকুড়া স্টেশন ছাড়াও অন্তর্ভুক্ত হয়েছে জেলার একাধিক স্টেশন। খুব দ্রুত সেই কাজ শুরু হবে বলে তিনি জানান। সব মিলিয়ে একের পর এক উন্নয়নমূলক কাজের ঘোষণা শুনে খুশি এলাকাবাসী। তবে তাঁরা জানান, লিফটের পাশাপাশি রেল স্টেশনে চলমান সিঁড়ির দরকার আছে।
নীলাঞ্জন ব্যানার্জি
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bankura news