West Medinipur News: স্কুলের পিছনের জমিতে পড়ে সরকারি লোগো দেওয়া ১০ বস্তা চাল

Last Updated:

স্কুল বিল্ডিংয়ের পিছন থেকে সরকারি লোগো লাগানো ১০ বস্তা চাল উদ্ধার হতেই জল্পনা তীব্র হল। মিড ডে মিলের রান্নার চাল পাচার হচ্ছিল বলে এলাকার একাংশের অভিযোগ

+
title=

পশ্চিম মেদিনীপুর: স্কুল বিল্ডিংয়ের পিছনের জমিতে থেকে উদ্ধার বস্তায় সরকারি লোগো লাগানো চাল। এক-দু বস্তা নয়, এইভাবে ১০ বস্তা চাল পড়েছিল দাসপুরের সুরতপুর এলাকায়। বুধবার সকালে এই চালের বস্তাগুলো উদ্ধার হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়‌। স্কুলের পাশ থেকে এই চালের বস্তা উদ্ধার হওয়ায় এলাকাবাসীদের একাংশের অনুমান, রাতের অন্ধকারে মিড ডে মিলের চাল বাইরে পাচার হচ্ছিল।
স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে এলাকারই কয়েকজন স্কুলের পিছনে এই চালের বস্তাগুলি পড়ে থাকতে দেখেন। ওই একই জায়গায় সুরতপুর উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় আছে। আর তাতেই মিড ডে মিলের চাল পাচার হওয়ার জল্পনা তীব্র হয়ে ওঠে প্রশ্ন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দাসপুর থানার পুলিশ।
advertisement
advertisement
এলাকাবাসীর সঙ্গে কথা বলার পর পুলিশ চালের বস্তাগুলো থানায় নিয়ে যায়। খাদ্য সুরক্ষার সরকারি লোগো লাগানো চালের বস্তাগুলো কীভাবে ওইখানে পৌঁছল তা তদন্ত করে দেখছে পুলিশ। ইতিমধ্যেই থানা থেকে গোটা বিষয়টি খাদ্য দফতরকে জানানো হয়েছে। ঠিক হয়েছে এলাকার রেশন ডিলার ও স্কুলগুলির চালের স্টক মিলিয়ে দেখা হবে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: স্কুলের পিছনের জমিতে পড়ে সরকারি লোগো দেওয়া ১০ বস্তা চাল
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement