Jalpaiguri News: জল্পেশের শিবরাত্রি মেলায় প্রত্যেক সধবা শাঁখা-পলা ও শঙ্খ কেনে

Last Updated:

এই শিবরাত্রি মেলায় এসে স্বামীর কল্যাণের জন্য সধবারা শাঁখা-পলা ও শঙ্খ কিনে নিয়ে যায়

+
title=

জলপাইগুড়ি: শিবরাত্রির দিন থেকেই শুরু হয়েছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ মেলা। এই মেলার কিছু রীতি এবং নিয়ম আছে যা দীর্ঘদিন ধরে চলে আসছে। এই মেলায় কোন‌ও বধূ এলে স্বামীর কল্যাণের জন্য শাখা এবং পলা কিনে নিয়ে যেতে হয়। এক সময় এই মেলায় হাতি বিক্রি হত। জর্দা নদীর তীরে অনুষ্ঠিত হয় এই মেলা। জর্দা নদীর উপর বাঁশের সাঁকো পার হয়ে মেলাতে প্রবেশ করতে হয়।
শিবরাত্রির মেলা উপলক্ষে জল্পেশে বহু মানুষ বিভিন্ন সরঞ্জাম বিক্রির দোকান দিয়েছেন। শিবরাত্রির দিন শুরু হওয়া এই মেলা চলে টানা ১০ দিন। এখানে ভাওয়াইয়া গানের আসর বসেছে। এদিকে এই মেলা আয়োজনে সমস্ত রকম সাহায্য করছে প্রশাসন। মেলাকে সুরক্ষিত রাখতে সিসিটিভির আওতায় আনা হয়েছে গোটা এলাকা। যেকোনও রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নজরদারি চালানো হচ্ছে।
advertisement
advertisement
দূর দূরান্ত থেকে বহু মানুষ এই মেলায় আসেন। তাই সকলের বিশ্রামের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বিশ্রাম ঘরের সুব্যবস্থা করা হয়েছে। মেলায় ঘুরতে আসা এক দর্শনার্থী রিমা রায় বলেন, 'বহু পুরনো এই মেলায় আমরা প্রতিবছরই আসি। কিন্তু করোনার জন্য গত দু'বছর আসা হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হতে এবার আবার এসেছি।" যত রাত বাড়ে মেলার ভিড় তত বাড়ে। তবে এই মেলায় শাঁখা-পলা এবং শঙ্খের বিক্রি সবচেয়ে বেশি হয়। মেলায় আসা মহিলারা স্বামীর কল্যাণের জন্য এই দুটি জিনিস কিনে নিয়ে যান।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: জল্পেশের শিবরাত্রি মেলায় প্রত্যেক সধবা শাঁখা-পলা ও শঙ্খ কেনে
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement