Heatwave Forecast: পরিস্থিতি যা, এই সময়ে বিষ্ণুপুর যাওয়ার কথা ভাববেন না কেউ! কী ঘটছে জানেন?

Last Updated:

Heatwave Forecast : গ্রীষ্ম আসার আগেই চুল্লিতে প্রবেশ করেছে সমগ্র রাজ‍্য। ব‍্যতিক্রম নয় বাঁকুড়া জেলা। সূর্যের নীচে বেলা ১০টার পর থেকে গায়ে অনুভূত হচ্ছে দাবদাহ।

পরিস্থিতি যা, এই সময়ে বিষ্ণুপুর যাওয়ার কথা ভাববেন না কেউ! কী ঘটছে জানেন?
পরিস্থিতি যা, এই সময়ে বিষ্ণুপুর যাওয়ার কথা ভাববেন না কেউ! কী ঘটছে জানেন?
বাঁকুড়া: গ্রীষ্ম আসার আগেই চুল্লিতে প্রবেশ করেছে সমগ্র রাজ‍্য। ব‍্যতিক্রম নয় বাঁকুড়া জেলা। সূর্যের নীচে বেলা ১০টার পর থেকে গায়ে অনুভূত হচ্ছে দাবদাহ। তাপপ্রবাহের ফলে বাঁকুড়া জেলা সহ বিষ্ণুপুরের বিভিন্ন প্রান্তে বইছে ‘লু’। ইতিমধ্যেই হাওয়া অফিস তাপপ্রবাহের এবং ‘লু’ এর সতর্কতা জারি করেছে। দাবদাহে পুড়ছে গোটা জেলা। প্রখর রোদে নাজেহাল মন্দিরনগরী।
তৃষ্ণা মেটাতে মানুষজন ঘনঘন পান করছে জল, আখের রস, ডাবের জল। যাদের রুটি-রুজির জন‍্য বেরোতেই হচ্ছে, তাঁরা ‘লু’-য়র হাত থেকে বাঁচতে নিচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা। যতটা সম্ভব শরীর ঢাকা পোশাক, মাথায় টুপি, চোখে রোদ চশমা পরে বেরোচ্ছেন তাঁরা পড়নে হালকা সুতির জামা-কাপড়। তবে, রাস্তায় মানুষের সংখ্যাটা শুধু কম নয়, যান চলাচলও হচ্ছে খুব সীমিত।
advertisement
advertisement
জেলা জুড়ে বিগত দুই থেকে তিন দিন ধরে বেলা বাড়লেই শুরু হচ্ছে সূর্যের তাণ্ডব। ১০ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত এই ভয়াবহ তাপপ্রবাহ চলার আশঙ্কা সমগ্র বাঁকুড়া জেলা জুড়ে। আবহাওয়া দফতর সূত্রে খবর গত ২৪ ঘন্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.২ ডিগ্রি সেলসিয়াস। তবে দুপুরের দিকে এই তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা করছে হাওয়া অফিস। প্রতিদিন এক থেকে দুই ডিগ্রি করে বাড়বে তাপমাত্রা। আপাতত বৃষ্টির সম্ভাবনা খুব কম বলেই জানা যাচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Heatwave Forecast: পরিস্থিতি যা, এই সময়ে বিষ্ণুপুর যাওয়ার কথা ভাববেন না কেউ! কী ঘটছে জানেন?
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement