হোম /খবর /বাঁকুড়া /
সন্তানের জন্ম দিয়ে সুস্থই ছিলেন মা! হঠাৎ কী যে হল, ঘটে গেল মর্মান্তিক ঘটনা...

Bankura News: সন্তানের জন্ম দিয়ে সুস্থই ছিলেন মা! হঠাৎ কী যে হল, ঘটে গেল মর্মান্তিক ঘটনা...

X
তুলি [object Object]

প্রসূতি মৃত্যুতে তুমুল উত্তেজনা বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে, মৃতার পরিবারের অভিযোগ চিকিৎসক এবং নার্সদের কর্তব্যে গাফিলতিতেই এই মৃত্যু, অভিযোগ অস্বীকার।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

    বাঁকুড়া: প্রসূতি মৃত্যুর ঘটনা ঘিরে উত্তেজনা৷ চিকিৎসার গাফিলাতিতেই মৃত্যু অভিযোগ তুলে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে বিক্ষোভ দেখালেন মৃতার পরিজনেরা৷

    ফের একবার চিকিৎসায় গাফিলাতির কারণে রোগী মৃত্যুর অভিযোগ উঠল বাঁকুড়ার বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। যদিও চিকিৎসায় গাফিলতির অভিযোগ মানতে চাননি হাসপাতাল কর্তৃপক্ষ।

    হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রসব বেদনা নিয়ে গত ৭ এপ্রিল বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন বিষ্ণুপুর শহরের ১১ নম্বর ওয়ার্ডের মটুকগঞ্জ এলাকার বাসিন্দা তুলি দাস বাউরি। গত বুধবার বেলা দুটা নাগাদ তিনি এক শিশু সন্তানের জন্ম দেন। এরপর ওই প্রসূতি সুস্থই ছিলেন বলে দাবি পরিবারের।

    আরও পড়ুন: বিধ্বংসী আগুনে পুড়ে ছাই নগদ টাকা, বসতবাড়ি, রইল না খড়কুটোটুকুও

    পরে হাসপাতাল সূত্রে জানানো হয়, ওই প্রসুতির মৃত্যু হয়েছে। মৃতার পরিবারের দাবি, চিকিৎসার গাফিলাতি এবং নার্সদের খারাপ ব্যবহারের কারণেই মৃত্যু হয়েছে ওই প্রসূতির। ঘটনার প্রকৃত তদন্ত ও দায়িত্বরত নার্সদের ভূমিকা খতিয়ে দেখে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত বুধবার রাতেই বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে বিক্ষোভ দেখাতে থাকেন মৃতার পরিজনেরা। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য চিকিৎসায় গাফিলাতির কথা মানতে চাননি।

    দেবব্রত মন্ডল

    First published:

    Tags: Bankura