Bankura News : অন্য পুজো! ১২৫ ধরে বাড়ির বড় বউমাকেই কালী রূপে পুজো করা হয়! ভিডিও অবাক করবে
- Published by:Piya Banerjee
Last Updated:
Bankura News : না এখানে কোনও মায়ের মূর্তি নেই। বাড়ির বউকেই সাজানো হয় কালী রূপে। তারপর আসনে বসিয়ে চলে পুজো! বাঁকুড়ার সাঁতরা বাড়ির গল্প অবাক করবে!
#বাঁকুড়া: দীর্ঘ দু'বছর পর কোভিড আতঙ্ক কাটিয়ে নিজের ভূমিকায় ফিরেছে দুর্গাপুজো এবং কালীপুজো। পুজোর আনন্দে মেতেছেন সাধারণ মানুষজন। বিগত প্রায় ১২৫ বছর ধরে এক অন্যরকমের কালী পূজার সাক্ষী রয়েছে বাঁকুড়ার ইন্দাসের মীর্জাপুর গ্রাম। এখানকার সাঁতরা পরিবারের কালী পুজোতে কোন মৃন্ময়ী মূর্তি নয়, মাকালীর আসনে বসে পুজিতা হন ওই পরিবারের বড় বউমা। তার গলায় রক্ত জবার মালা, কপালে রক্ত চন্দনের তিলক। দেবীর সাজে সুসজ্জিতা ওই বাড়ির মহিলাকেই এখানে কালী পূজার দিন দেবী মেনে নিষ্ঠা সহকারে পূজা করা হয়।
মীর্জাপুরের সাঁতরা পরিবারের জামাই রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা। এবার তিনিও সামিল হলেন ওই পুজোয়। ওই পরিবারের শ্যামল সাঁতরার শাশুড়ি বাড়ির বড় বৌমা হওয়ায় বিগত বেশ কয়েক বছর ধরে তিনিই কালী রূপে পূজিতা হয়ে আসছেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা বলেন বলেন তার শশুর বাড়িতে দেবী স্বপ্নাদেশের মাধ্যমে কোন মূর্তি এনে নয়, বাড়ির বউকেই এখানে মা কালী রূপে পুজো করা হয়।
advertisement
advertisement
গত প্রায় ১২৫ বছরের প্রথা মেনে এবারও তাই হলো। এখানে সম্পূর্ণ তন্ত্র মতে পূজা হয়। এছাড়াও কূল পুরোহিতের পাশাপাশি বাড়ির বড় ছেলে পুজোতে অংশ নেন বলেও তিনি জানান। শ্যামল সাঁতরার স্ত্রী প্রীতিকণা সাঁতরা বলেন, তার এই বাড়িতেই জন্ম এবং এখানেই বেড়ে ওঠা। ছোটো থেকে তিনি তাঁর মাকে এভাবেই পূজিতা হয়ে আসতে দেখছেন বলে জানান। এই পুজোতে নিয়ম-নীতি মেনে এই প্রথা দীর্ঘদিন ধরেই চলে আসছে বলে তিনি জানান।
advertisement
জয়জীবন গোস্বামী
Location :
First Published :
October 25, 2022 6:38 PM IST