Bankura News: এক স্কুল শিক্ষিকার পচা গলা মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য বাঁকুড়ায়

Last Updated:

বন্ধ আবাসন থেকে এক শিক্ষিকার পচাগলা মৃতদেহ উদ্ধার হল বাঁকুড়ায়। আর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। জানা যায় মৃত ওই স্কুল শিক্ষিকার নাম খুকুমণি হেমব্রম। বয়স ৪৬ বছর।

#বাঁকুড়া : বন্ধ আবাসন থেকে এক শিক্ষিকার পচাগলা মৃতদেহ উদ্ধার হল বাঁকুড়ায়। আর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। জানা যায় মৃত ওই স্কুল শিক্ষিকার নাম খুকুমণি হেমব্রম। বয়স ৪৬ বছর। বাড়ি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের জৌরিশোল এলাকায়। যদিও তিনি থাকতেন বাঁকুড়া সদর থানার অন্তর্গত আইলাকান্দির প্রণবানন্দ পল্লীর একটি আবাসনে। স্থানীয় সূত্রে জানা যায় মৃত ওই মহিলা বাঁকুড়া ইন্দাস হাই স্কুলের শিক্ষিকা হিসেবে দীর্ঘ দিন যাবত কর্মরত ছিলেন। বেশ কয়েকদিন ধরে তিনি স্কুলেও যাচ্ছিলেন না।
বাঁকুড়া সদর থানার অন্তর্গত প্রণবানন্দ পল্লীর এই আবাসনে তিনি একাই থাকতেন বলে জানা যায়। বেশ কিছুদিন আবাসনের এলাকায় ওই শিক্ষিকাকে তেমনভাবে দেখা যায়নি। এমনকি শিক্ষিকার আবাসনও কয়েকদিন যাবত ভেতর থেকে বন্ধ ছিল। স্থানীয় বাসিন্দারা অনুমান করেছিলেন হয়তো ওই স্কুল শিক্ষিকা তার ঝাড়গ্রামের বাড়িতে বা অন্য কোন আত্মীয়ের বাড়িতে গেছেন।
advertisement
advertisement
মঙ্গলবার ওই আবাসনের ভেতর থেকে পচা দুর্গন্ধ পান ওই আবাসনের বাসিন্দারা। তারপরেই ওই স্কুল শিক্ষিকার আবাসনের দরজায় কড়া নাড়লেও মেলেনি কোনও সাড়া। তখন সন্দেহ আরও ঘনীভূত হয় স্থানীয় বাসিন্দাদের। তড়িঘড়ি খবর দেওয়া হয় বাঁকুড়া সদর থানায়। ঘটনাস্থলে বাঁকুড়া সদর থানার পুলিশ পৌঁছে আবাসনের দরজা ভেঙ্গে আবাসনের মেঝেতে পড়ে থাকা ওই শিক্ষিকার পচা গলা মৃতদেহ উদ্ধার করে।
advertisement
আরও পড়ুনঃ কঙ্কাল উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য গ্রামে
পুলিশের প্রাথমিক অনুমান প্রায় দু-তিন দিন আগেই ওই শিক্ষিকা মারা গিয়েছে তার ফলে মৃতদেহ গলে গিয়েছে পচন ধরতে শুরু করেছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ।
advertisement
Joyjiban Goswami
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: এক স্কুল শিক্ষিকার পচা গলা মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য বাঁকুড়ায়
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement