Viral News: গভীর জঙ্গলে দেবীর দর্শন পেতে প্রতিদিনই বাড়ছে ভিড়, কারণ জানলে চমকে যাবেন!
- Published by:Raima Chakraborty
- local18
Last Updated:
Viral News: সময় বিশেষে মুককিড়ি পোচাম্মা ভরও করেন দেয়াসিনীর শরীরে, তখন মুসালাম্মার মুখ দিয়েই নির্গত হয় ভক্তের পাপ-পুণ্যের হিসেব এবং ভবিষ্যতের গর্ভে লুকিয়ে থাকা গোপন সত্য।
মুলুগু: সুপ্রাচীন এক ধর্মভূমি এই দেশ। তার কোন কোণে কোন মন্দির লুকিয়ে, তা ঠাহর করাও অসম্ভব। বিশেষত দক্ষিণ ভারতের অরণ্যাঞ্চলে এমন প্রচুর মন্দির রয়েছে আদিবাসীদের। নিউজ ১৮ পেয়েছিল তেমনই এক মন্দিরের সন্ধান। কিন্তু প্রথম পর্বে তিন-চার বার চেষ্ঠা করে গহন অরণ্যে সেই মন্দির খুঁজে বের করা যায়নি। অবশেষে অরণ্যের বাইরের গ্রামে অবস্থিতদের জিজ্ঞাসাবাদ করে নিউজ ১৮-এর একটি দল পৌঁছতে সফল হয় মুলুগু জেলার মাঙ্গাপেট মণ্ডলের কোমিতিপল্লী গ্রামের কাছে অবস্থিত মুককিড়ি পোচাম্মা মন্দিরে। লোকবিশ্বাস- এই দেবীর দর্শনমাত্রেই মনের ইচ্ছে পূরণ হয় দম্পতিদের।
বিশেষ করে বুধ, বৃহস্পতি এবং রবিবারে অরণ্যে যেন দর্শনার্থীদের মেলা বসে যায়। দেখা যায়, কেউ বা এসেছেন মনোস্কামনা পূর্ণ হওয়ার পরে পূজা দিতে, কেউ বা আবার দেবীর দরবারে নিজের দুঃখের কথা জানিয়ে ফুল দিয়ে যান। কারও মনোস্কামনাই যে অধরা থাকে না, সে কথা জানিয়েছেন মন্দিরের বৃদ্ধা দেয়াসিনী মুসালাম্মা। ৮০ বছরের এই বৃদ্ধাই দেবীর সেবা করেন, মন্দিরের দেখভাল করেন। সময় বিশেষে মুককিড়ি পোচাম্মা ভরও করেন দেয়াসিনীর শরীরে, তখন মুসালাম্মার মুখ দিয়েই নির্গত হয় ভক্তের পাপ-পুণ্যের হিসেব এবং ভবিষ্যতের গর্ভে লুকিয়ে থাকা গোপন সত্য।
advertisement
advertisement
দেবী এত জাগ্রত হলেও এই মন্দিরে কিন্তু তাঁর কোনও বিগ্রহ নেই। কেন নেই, সেই রহস্য নিউজ ১৮-এর কাছে উদঘাটন করেছেন দেয়াসিনী মুসালাম্মা। জানিয়েছেন যে বেশ কয়েকশো বরছর আগে অরণ্যে এই স্থানেই মুককিড়ি পোচাম্মাকে সমাধিস্থ করা হয়। তাঁর অতি পুণ্য সেই সমাধিই পূজা করা হয় বিগ্রহ রূপে। এই মাটির স্তূপে বাস করে এক বিশালাকার মহাবিষধর গোখরো সাপও, তবে সে কোনও দিন কোনও ভক্ত বা তাঁর ক্ষতি করেনি বলেই জানিয়েছেন মুসালাম্মা।
advertisement
মুলুগুর জঙ্গলে তাই ভক্তের আনাগোনা লেগেই থাকে। দেবীর কাছে সন্তানের আবদার করতে হোক বা মনোস্কামনা পূর্ণ হলে কৃতজ্ঞতা জানাতে হোক, অবিরল দর্শনার্থীর আগমনে জেগে থাকে মুককিড়ি পোচাম্মার সমাধি মন্দির।
বেণু মেদিপল্লী
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 08, 2023 2:47 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Viral News: গভীর জঙ্গলে দেবীর দর্শন পেতে প্রতিদিনই বাড়ছে ভিড়, কারণ জানলে চমকে যাবেন!