Money Fall: হাত থেকে পড়ে যাওয়া টাকা বিরাট ইঙ্গিত বহন করে! সময় থাকতে না শুধরালে চরম মূল্য চোকাতে হবে
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Money Fall: কয়েকটি চূড়ান্ত ইঙ্গিত বহন করে
পকেট থেকে অনেক সময়েই টাকা পয়সা পড়ে যায় ৷ যদিও টাকা পয়সা পড়ার ঘটনা অত্যন্ত অশুভ বলেই মনে করা হয় ৷ মনে করা হয় এমন হলে আর্থিক সঙ্কট হয় জীবনে ৷ তবে সব সময় এমনটা হয়না ৷ তবে অনেক ক্ষেত্রেই টাকা পয়সা পড়ে যাওয়াটাও অত্যন্ত শুভ বলে মনে করা হয় ৷ তবে হাত থেকে টাকা পয়সা পড়ে যাওয়াটা চিন্তার ৷
বাস্তুশাস্ত্র মতে হাত পড়ে যাওয়া টাকা মঙ্গল না অমঙ্গলের এই নিয়ে অনেক ধরনের প্রশ্ন উত্তর রয়েছে ৷ তবে এটি নির্ভর করে পরিস্থিতির উপরে ৷ তবে হাত থেকে টাকা পড়াটা চিন্তার বিষয় নয় ৷ যেমন বাইরে বেরোনোর সময় হাত থেকে টাকা পড়ে গেলে অত্যন্ত শুভ হয়না ৷ বাড়ি থেকে বেরোনোর সময়ে যদি টাকা বা পয়সা হাত পড়ে গেলে সেই টাকা বা পয়সা সামলে রাখতে হয় কেননা এই টাকাতে অত্যন্ত বড় শক্তি রয়েছে ৷
advertisement
কেননা মনে করা হয় এই সঙ্কেতই বলে দেয় ধার দেওয়া টাকা পয়সাও ফেরৎ পাওয়া যায় ৷ সকাল সকাল হাত থেকে টাকা পড়ে যাওয়া শুভ বলে মনে করা হয় ৷ এর অর্থ হল খুব তাড়াতাড়ি কারোর থেকে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ এই পড়ে যায়া টাকা পয়সা সামলে রাখতে হবে ৷ এমনকী পড়ে যাওয়া টাকা বা পয়সা পড়ে তুলতে ভুলবেন না কারণ, সে এক টাকা হলেও যদি না তোলা হয় সেটিকে অনাদর হিসাবে ধরা হবে ৷ এতে আর্থিক পরিস্থিতি খারাপ হতে পারে ৷
advertisement
advertisement
আরও পড়ুন: Depression: ডিপ্রেশনের দোহাই দিয়ে মোটা টাকা রোজগার সংস্থার, যতই দিন যাচ্ছে অবসাদ ততই গাঢ় হচ্ছে
Disclaimer: উপরোক্ত সমস্ত তথ্য মানতে অনুরোধ বা দাবি করেনা নিউজ ১৮ বাংলা ৷ নিজের বিচার বুদ্ধি বিবেচনা দিয়ে মানুন ৷
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 27, 2022 8:38 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Money Fall: হাত থেকে পড়ে যাওয়া টাকা বিরাট ইঙ্গিত বহন করে! সময় থাকতে না শুধরালে চরম মূল্য চোকাতে হবে