Money Fall: হাত থেকে পড়ে যাওয়া টাকা বিরাট ইঙ্গিত বহন করে! সময় থাকতে না শুধরালে চরম মূল্য চোকাতে হবে

Last Updated:

Money Fall: কয়েকটি চূড়ান্ত ইঙ্গিত বহন করে

প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
পকেট থেকে অনেক সময়েই টাকা পয়সা পড়ে যায় ৷ যদিও টাকা পয়সা পড়ার ঘটনা অত্যন্ত অশুভ বলেই মনে করা হয় ৷ মনে করা হয় এমন হলে আর্থিক সঙ্কট হয় জীবনে ৷ তবে সব সময় এমনটা হয়না ৷ তবে অনেক ক্ষেত্রেই টাকা পয়সা পড়ে যাওয়াটাও অত্যন্ত শুভ বলে মনে করা হয় ৷ তবে হাত থেকে টাকা পয়সা পড়ে যাওয়াটা চিন্তার ৷
বাস্তুশাস্ত্র মতে হাত পড়ে যাওয়া টাকা মঙ্গল না অমঙ্গলের এই নিয়ে অনেক ধরনের প্রশ্ন উত্তর রয়েছে ৷ তবে এটি নির্ভর করে পরিস্থিতির উপরে ৷ তবে হাত থেকে টাকা পড়াটা চিন্তার বিষয় নয় ৷ যেমন বাইরে বেরোনোর সময় হাত থেকে টাকা পড়ে গেলে অত্যন্ত শুভ হয়না ৷ বাড়ি থেকে বেরোনোর সময়ে যদি টাকা বা পয়সা হাত পড়ে গেলে সেই টাকা বা পয়সা সামলে রাখতে হয় কেননা এই টাকাতে অত্যন্ত বড় শক্তি রয়েছে ৷
advertisement
কেননা মনে করা হয় এই সঙ্কেতই বলে দেয় ধার দেওয়া টাকা পয়সাও ফেরৎ পাওয়া যায় ৷ সকাল সকাল হাত থেকে টাকা পড়ে যাওয়া শুভ বলে মনে করা হয় ৷ এর অর্থ হল খুব তাড়াতাড়ি কারোর থেকে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ এই পড়ে যায়া টাকা পয়সা সামলে রাখতে হবে ৷ এমনকী পড়ে যাওয়া টাকা বা পয়সা পড়ে তুলতে ভুলবেন না কারণ, সে এক টাকা হলেও যদি না তোলা হয় সেটিকে অনাদর হিসাবে ধরা হবে ৷ এতে আর্থিক পরিস্থিতি খারাপ হতে পারে ৷
advertisement
advertisement
Disclaimer: উপরোক্ত সমস্ত তথ্য মানতে অনুরোধ বা দাবি করেনা নিউজ ১৮ বাংলা ৷ নিজের বিচার বুদ্ধি বিবেচনা দিয়ে মানুন ৷
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Money Fall: হাত থেকে পড়ে যাওয়া টাকা বিরাট ইঙ্গিত বহন করে! সময় থাকতে না শুধরালে চরম মূল্য চোকাতে হবে
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement