Vastu Tips for indoor plants: ঘরে রাখুন ৫টি গাছ, জীবনে বইবে আনন্দের বন্যা, রক্ষা করবে বিপদ থেকে, মত বিশেষজ্ঞের
- Written by:Trending Desk
- Published by:Teesta Barman
Last Updated:
Vastu Tips for indoor plants: বাস্তুশাস্ত্র অনুযায়ী, কিছু ইন্ডোর গাছ রয়েছে, যা অত্যন্ত উপকারী। কারণ এগুলি এয়ার পিউরিফায়ার হিসেবে কাজ করে। ফলে বাড়িতে এই সব গাছ লাগানো উচিত।
প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য সবুজ গাছপালা লাগানো আবশ্যক। গাছপালা শুধু সৌন্দর্যায়নই করে না, তার সঙ্গে জীবনে আনে ইতিবাচকতা এবং সুখও। আবার বাস্তুশাস্ত্র অনুযায়ী, কিছু ইন্ডোর গাছ রয়েছে, যা অত্যন্ত উপকারী। কারণ এগুলি এয়ার পিউরিফায়ার হিসেবে কাজ করে। ফলে বাড়িতে এই সব গাছ লাগানো উচিত। আজ কথা বলব পাঁচটি গাছের বিষয়ে, যা বাস্তু মতে সেরা। এর মধ্যে রয়েছে তুলসী গাছ, মানি প্ল্যান্ট, জেড প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট এবং কলা গাছ।
তুলসী গাছ:
বাস্তু পরামর্শদাতা নিশা শান্ডিল্যর দাবি, তুলসী গাছের তো বহু ঔষধি গুণই রয়েছে, যা সকলেই জানেন। তুলসী গাছকে ভেষজ গাছের রানি-ও বলা হয়। সর্দি-কাশি অথবা মরশুমী জ্বর-সর্দিও উপশম করে। এটি ভারতের প্রতিটি বাড়িতেই তুলসী গাছ দেখা যায়। আবার বাস্তু মতে, বাড়িতে তুলসী গাছ লাগালে সুখ-সমৃদ্ধি বজায় থাকে। নিশার বক্তব্য, হিন্দু শাস্ত্র মতে তুলসী গাছ বাড়ির এবং বাড়ির সদস্যদের প্রতিটি বিপর্যয় থেকে রক্ষা করে। এমনকী বাড়িতে তুলসী গাছ থাকলে নেতিবাচক শক্তির বিনাশ ঘটে এবং পজিটিভ শক্তি বৃদ্ধি পায়।
advertisement
advertisement
মানি প্ল্যান্ট:
ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য সাধারণত ঘরে এই গাছ রাখা হয়। মানি প্ল্যান্টকে সম্পদ এবং সমৃদ্ধি প্রদানকারী বলে গণ্য করা হয়। সেই সঙ্গে বিশ্বাস করা হয় যে, এই গাছ ঘরে রাখলে ধন-সম্পদ বৃদ্ধি পায়। কথিত আছে যে, মানি প্ল্যান্ট যত বেশি ডাল-পাতা ছড়ায়, গৃহস্থের অর্থ-স্বাচ্ছন্দ্য তত বেশি বৃদ্ধি পায়।
advertisement
জেড প্ল্যান্ট:
বাস্তু মতে, জেড প্ল্যান্টকে মানি ট্রি, ফোলার প্ল্যান্ট, ফ্রেন্ডশিপ ট্রি বা গুড লাক ট্রি নামেও ডাকা হয়। বিশ্বাস, বাড়িতে সঠিক দিকে একটি জেড প্ল্যান্ট রাখা হলে তা সমৃদ্ধির কারণ হয়ে উঠতে পারে। এর জেরে অর্থ-সম্পদ হাতে আসে।
advertisement
স্নেক প্ল্যান্ট:
এই গাছও ঘর সাজানোর জন্য অনেকেই ব্যবহার করে থাকেন। শুধু তা-ই নয়, এই গাছ ঘরের বাতাসকেও বিশুদ্ধ করে। মজার বিষয় হচ্ছে, রাতে কার্বন ডাই অক্সাইডকে অক্সিজেনে রূপান্তর করতে সহায়ক স্নেক প্ল্যান্ট।
কলা গাছ:
বাস্তু শাস্ত্রে, তুলসীর পরেই কলা গাছের স্থান। কলা গাছকেও শুভ বলে গণ্য করা হয়। বৃহস্পতি গ্রহের সঙ্গে এর সম্পর্ক রয়েছে। শুভ কাজ ও অনুষ্ঠানে কলা গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। আবার জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বাড়িতে একটি কলা গাছ লাগালে গুরু দোষ থেকে মুক্তি মিলবে। এর সঙ্গে সন্তান সুখও বর্ষিত হয়। অবিবাহিত মেয়েদের বিয়েও হয় তাড়াতাড়ি। সেই সঙ্গে বিবাহিত জীবনের নানা সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়।
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 10, 2023 5:34 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Vastu Tips for indoor plants: ঘরে রাখুন ৫টি গাছ, জীবনে বইবে আনন্দের বন্যা, রক্ষা করবে বিপদ থেকে, মত বিশেষজ্ঞের












