Vastu tips for Roti: একসঙ্গে ৩টি রুটি কখনও দেবেন না থালায়! মহা বিপদ এড়াতে জানুন রান্নাঘরের বাস্তু
- Published by:Teesta Barman
Last Updated:
Vastu tips for Roti: বাস্তু নিয়ম অনুযায়ী, রুটি সবসময় থালায় করে নিয়ে যাওয়া উচিত। অনেকেই হাতে নিয়ে পরিবেশন করেন। হাত দিয়ে রুটি পরিবেশন করা অশুভ বলে মনে করা হয়।
advertisement
advertisement
advertisement
এমন বিশ্বাস আছে, মৃত ব্যক্তির স্মৃতিতে যে খাবার নিবেদন করা হয়, সেই থালায় ৩টি রুটি দিতে হয়। আর তাই পণ্ডিতের ব্যাখ্যা, জীবিত ব্যক্তির খাবার পরিবেশনের সময় প্লেটে একবারে সেই সংখ্যার রুটি না রেখে দু’টি রুটি রাখা উচিত। যিনি খাবার পরিবেশন করছেন এবং যিনি খাচ্ছেন, তাঁদের মধ্যে বৈরিতার সম্পর্ক তৈরি হয় বলেও মনে করা হয়।
advertisement
advertisement
advertisement