এমন বিশ্বাস আছে, মৃত ব্যক্তির স্মৃতিতে যে খাবার নিবেদন করা হয়, সেই থালায় ৩টি রুটি দিতে হয়। আর তাই পণ্ডিতের ব্যাখ্যা, জীবিত ব্যক্তির খাবার পরিবেশনের সময় প্লেটে একবারে সেই সংখ্যার রুটি না রেখে দু’টি রুটি রাখা উচিত। যিনি খাবার পরিবেশন করছেন এবং যিনি খাচ্ছেন, তাঁদের মধ্যে বৈরিতার সম্পর্ক তৈরি হয় বলেও মনে করা হয়।