Vastu Tips: নিরন্তর পরিশ্রম করেও আর্থিক অনটন, বাড়িতে এই কয়েকটি সামগ্রী রাখুন মা লক্ষ্মীর কৃপায় দূর হবে অভাব

Last Updated:

Vastu Tips: পাঁচটি সামগ্রী বাড়িতে রাখলেই মালমাল হবেন

প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
#নয়াদিল্লি: প্রতিটি মানুষেরই চাহিদা এটাই যে যে প্রচুরহাজার প্রচেষ্টাও ত টাকা পয়সা সুখ ও সমৃদ্ধিতে জীবন যেন ভরে ওঠে ৷ হাজার প্রচেষ্টা করেও কোনও ভাবেও আর্থিক সমস্যা কাটেনা ৷ এর অন্যতম কারণ বাস্তুদোষ (Vastu Dosh) বাড়িতে এমন বস্তু রাখতে হবে যাতে বাড়ির সুখ ও সমৃদ্ধি ফিরে আসে ৷ বাড়িতে শঙ্খ রাখলে কোনও রকমের নেতিবাচক প্রভাব থাকেনা বাড়িতে ৷ ইতিবাচক একটি সমন্বয় গড়ে তোলে ৷
সুখ-সমৃদ্ধি এমন ভাবে ভরে ওঠে যাতে কনও মনে হয়না কোনও সমস্যা হচ্ছে ৷ টাকা পয়সার অভাব কখনও হয়না টাকা পয়সার অভাব হলে বাড়িতে লক্ষ্মী ও কুবেরের ছবি রাখতে হবে ৷ এঁদের ছবি বা মূর্তি বাড়িতে রাখলে আয়ের বৃদ্ধি হয়ে থাকে ৷ একই সঙ্গে টাকা পয়সার অভাব হয়না কোনও ভাবেই ৷ বাস্তুশাস্ত্র অনুসারে পলাশ ফুল বাড়ির সিন্দুকে রাখলে টাকা পয়সার আগমন হয় ৷
advertisement
এই ফুল কোনও লাল কাপড়ে ঢেকে রাখলে সময় সময়ে বদলাতে শুরু করে, তাজা ফুল না রাখতে পারলেও শুকনো ফুল রাখলেও কাজে দেবে ৷ বাড়িতে বাসুরি রাখলে বিশেষ ভাবে ফল পাওয়া যায় ৷ আর্থিক কষ্ট থেকে মুক্তি পাওয়া যাবে ৷ বাঁশি বাড়ির পূর্ব উত্তর দিকে রাখতে হবে ৷ বিশেষ করে সোনার বা রুপোর বাঁশি বিশেষ করে উপকার করতে পারে ৷ মা লক্ষ্মী প্রসন্ন হন এতে ৷ দূর হয় আর্থিক সমস্যাও ৷
advertisement
advertisement
আরও পড়ুন: Panchang: পঞ্জিকা ৩০ জুলাই: আজ কোন সময় কাজ শুরু করা আপনার জন্য শুভ হবে জেনে নিন
নারকেল শ্রীফল নামে পরিচিত ৷ নারকেল নারকেলের সঙ্গে মা লক্ষ্মীর একটি প্রতিমূর্তি সবাই প্রতিদিন নারকেলের পুজো করলে নেতিবাচক শক্তি দূর হয় অতি সহজেই ৷ আর্থিক সমস্ত ধরনের সমস্যা দূর হয় যদি বাঁশি, নারকেল, পলাশফুল বাড়িতে রাখা সম্ভব হয় ৷
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Vastu Tips: নিরন্তর পরিশ্রম করেও আর্থিক অনটন, বাড়িতে এই কয়েকটি সামগ্রী রাখুন মা লক্ষ্মীর কৃপায় দূর হবে অভাব
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement