Vastu Tips: নিরন্তর পরিশ্রম করেও আর্থিক অনটন, বাড়িতে এই কয়েকটি সামগ্রী রাখুন মা লক্ষ্মীর কৃপায় দূর হবে অভাব
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Vastu Tips: পাঁচটি সামগ্রী বাড়িতে রাখলেই মালমাল হবেন
#নয়াদিল্লি: প্রতিটি মানুষেরই চাহিদা এটাই যে যে প্রচুরহাজার প্রচেষ্টাও ত টাকা পয়সা সুখ ও সমৃদ্ধিতে জীবন যেন ভরে ওঠে ৷ হাজার প্রচেষ্টা করেও কোনও ভাবেও আর্থিক সমস্যা কাটেনা ৷ এর অন্যতম কারণ বাস্তুদোষ (Vastu Dosh) বাড়িতে এমন বস্তু রাখতে হবে যাতে বাড়ির সুখ ও সমৃদ্ধি ফিরে আসে ৷ বাড়িতে শঙ্খ রাখলে কোনও রকমের নেতিবাচক প্রভাব থাকেনা বাড়িতে ৷ ইতিবাচক একটি সমন্বয় গড়ে তোলে ৷
সুখ-সমৃদ্ধি এমন ভাবে ভরে ওঠে যাতে কনও মনে হয়না কোনও সমস্যা হচ্ছে ৷ টাকা পয়সার অভাব কখনও হয়না টাকা পয়সার অভাব হলে বাড়িতে লক্ষ্মী ও কুবেরের ছবি রাখতে হবে ৷ এঁদের ছবি বা মূর্তি বাড়িতে রাখলে আয়ের বৃদ্ধি হয়ে থাকে ৷ একই সঙ্গে টাকা পয়সার অভাব হয়না কোনও ভাবেই ৷ বাস্তুশাস্ত্র অনুসারে পলাশ ফুল বাড়ির সিন্দুকে রাখলে টাকা পয়সার আগমন হয় ৷
advertisement
এই ফুল কোনও লাল কাপড়ে ঢেকে রাখলে সময় সময়ে বদলাতে শুরু করে, তাজা ফুল না রাখতে পারলেও শুকনো ফুল রাখলেও কাজে দেবে ৷ বাড়িতে বাসুরি রাখলে বিশেষ ভাবে ফল পাওয়া যায় ৷ আর্থিক কষ্ট থেকে মুক্তি পাওয়া যাবে ৷ বাঁশি বাড়ির পূর্ব উত্তর দিকে রাখতে হবে ৷ বিশেষ করে সোনার বা রুপোর বাঁশি বিশেষ করে উপকার করতে পারে ৷ মা লক্ষ্মী প্রসন্ন হন এতে ৷ দূর হয় আর্থিক সমস্যাও ৷
advertisement
advertisement
আরও পড়ুন: Panchang: পঞ্জিকা ৩০ জুলাই: আজ কোন সময় কাজ শুরু করা আপনার জন্য শুভ হবে জেনে নিন
নারকেল শ্রীফল নামে পরিচিত ৷ নারকেল নারকেলের সঙ্গে মা লক্ষ্মীর একটি প্রতিমূর্তি সবাই প্রতিদিন নারকেলের পুজো করলে নেতিবাচক শক্তি দূর হয় অতি সহজেই ৷ আর্থিক সমস্ত ধরনের সমস্যা দূর হয় যদি বাঁশি, নারকেল, পলাশফুল বাড়িতে রাখা সম্ভব হয় ৷
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 30, 2022 10:00 AM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Vastu Tips: নিরন্তর পরিশ্রম করেও আর্থিক অনটন, বাড়িতে এই কয়েকটি সামগ্রী রাখুন মা লক্ষ্মীর কৃপায় দূর হবে অভাব